Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, ২ আরোহী আহত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭: ৩৪
Thumbnail image

বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গোবিন্দ লাল দেবনাথ (৫০) নামের এক গৃহশিক্ষক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সাইনবোর্ড-কচুয়া সড়কে কচুয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা ওই শিক্ষককে ধাক্কা দেয়। এতে গোবিন্দ লাল দেবনাথ ঘটনাস্থলেই মারা যান।

মোটরসাইকেল আরোহী মান্না শেখ (১৮) ও আকাশ (১৮) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। কচুয়া থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত গোবিন্দ লাল দেবনাথ উপজেলার আড়িয়ামর্দন গ্রামের দেবেন্দ্র কুমার দেবনাথের ছেলে। প্রাইভেট টিউশনি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। আহতদের বাড়ি উপজেলার হাজরাপাড়া গ্রামে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গোবিন্দ লাল দেবনাথ মারা যান। মোটরসাইকেল আরোহীরাও গুরুত্ব আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার এবং মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত