বেহাল সড়কে দুর্ঘটনার ঝুঁকি
চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর সীমান্তের বারৈয়ারা থেকে কচুয়া সদর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কে কিছু জায়গার গর্ত ছোট পুকুরে রূপ নিয়েছে। এ ছাড়া পুকুর ও খালের পাশের কয়েকটি জায়গায় সড়ক দেবে গেছে। এই বেহাল সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।