Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫: ০১
Thumbnail image

বাগেরহাটের কচুয়ায় দৈনিক আজকের সংবাদের জ্যেষ্ঠ প্রতিনিধি বুদ্ধদেব হালদার জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদউজ্জামান সাইদ, নির্বাহী সদস্য শুভংকর দাস বাচ্ছু, খান সুমন, পদ্যুৎ কুমার মণ্ডল, সদস্য নকীব মিজানুর রহমান, ফরিদুর রহমান সামীম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১১ নভেম্বর বুদ্ধদেব হালদারের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়। হামলার ১৩ দিন পার হলেও এখনো হামলাকারী রুপসা উপজেলার বাহারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেনি পুলিশ। শিগগিরই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা। না এ হামলার বিচারের জন্য আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত