Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৩২
Thumbnail image

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দুই দিন পরে মেহেদী হাসান শেখ (২৫) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কচুয়ার চর টেংরাখালী এলাকার কাওছার শেখের কলাবাগান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহতের এক হাত বাঁধা ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে টেংরাখালী বাজারের দোকান থেকে বের হয়ে আর ফেরেনি মেহেদী।

নিহত মেহেদী চর টেংরাখালীর বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। টেংরাখালী বাজারে মোবাইল রিচার্জ, কম্পিউটারসহ ইলেকট্রনিকস সামগ্রীর দোকান ছিল তাঁর।

মেহেদীর প্রতিবেশী জামাল শেখ বলেন, ‘মেহেদীর দোকানের পাশে আমার দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে মেহেদীর বাবা এক রকম পাগল হওয়ার মত অবস্থা।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি হত্যা করে মরদেহ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত