শামীম হাসান, কচুয়া (বাগেরহাট)
খানাখন্দে ভরা সড়ক। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে থাকে। এসব গর্তের ফলে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ দুরবস্থা বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল-কচুয়া সড়কের। সড়কের এ ভোগান্তি নিরসনে দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, উপজেলার গোপালপুর, প্রতাপপুর, বিষখালী, পদ্মনগরসহ আশপাশের অনন্ত ১০ গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক এটি। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে এ সড়ক দিয়ে। খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে চলতে হয় পথচারীদের। এমনকি শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে।
স্থানীয়রা আরও জানান, তিন বছর আগে সড়কটি সর্বশেষ সংস্কার হয়। কিন্তু কচুয়া-সাইনবোর্ড সড়কের কাজ চলাকালীন মালবাহী পরিবহন যাতায়াত করায় সড়কটি বেশি দিন টেকসই হয়নি। ফলে বড় বড় গর্ত সৃষ্টি হয়।
এমনকি কয়েকটি স্থানে সড়ক ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পিচও উঠে গিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. হুমায়ুন কবির বলেন, ‘কচুয়া ও বাঁধাল যাতায়াতের একমাত্র সড়ক এটি। তাই প্রতিনিয়ত আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়। রাস্তাটি সংস্কারের দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা মো. সাব্বির হাসান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। একদিকে কচুয়া উপজেলা সদর অন্যদিকে বাধাল বাজার। এ কারণে সড়কটি অনেক ব্যস্ততম। সড়কের এ দুরবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভোগান্তি নিরসনে দ্রুত সংস্কার করার দাবি জানাই।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সড়কটি সংস্কারে জন্য অনেক বার জানিয়েছি। সর্বশেষ তারা আমাকে জানিয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আনিছুর রহমান বলেন, এই সড়কটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হয়েছে। দ্রুত এ সড়কের কাজ শুরু হবে।
খানাখন্দে ভরা সড়ক। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে থাকে। এসব গর্তের ফলে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ দুরবস্থা বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল-কচুয়া সড়কের। সড়কের এ ভোগান্তি নিরসনে দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, উপজেলার গোপালপুর, প্রতাপপুর, বিষখালী, পদ্মনগরসহ আশপাশের অনন্ত ১০ গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক এটি। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে এ সড়ক দিয়ে। খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে চলতে হয় পথচারীদের। এমনকি শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে।
স্থানীয়রা আরও জানান, তিন বছর আগে সড়কটি সর্বশেষ সংস্কার হয়। কিন্তু কচুয়া-সাইনবোর্ড সড়কের কাজ চলাকালীন মালবাহী পরিবহন যাতায়াত করায় সড়কটি বেশি দিন টেকসই হয়নি। ফলে বড় বড় গর্ত সৃষ্টি হয়।
এমনকি কয়েকটি স্থানে সড়ক ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পিচও উঠে গিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. হুমায়ুন কবির বলেন, ‘কচুয়া ও বাঁধাল যাতায়াতের একমাত্র সড়ক এটি। তাই প্রতিনিয়ত আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়। রাস্তাটি সংস্কারের দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা মো. সাব্বির হাসান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। একদিকে কচুয়া উপজেলা সদর অন্যদিকে বাধাল বাজার। এ কারণে সড়কটি অনেক ব্যস্ততম। সড়কের এ দুরবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভোগান্তি নিরসনে দ্রুত সংস্কার করার দাবি জানাই।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সড়কটি সংস্কারে জন্য অনেক বার জানিয়েছি। সর্বশেষ তারা আমাকে জানিয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আনিছুর রহমান বলেন, এই সড়কটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হয়েছে। দ্রুত এ সড়কের কাজ শুরু হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪