কোহলি-গিলদের ‘আক্ষেপের’ দিনে ভারতের রানের পাহাড়
বিরাট কোহলি, শুবমান গিল আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যেভাবে খেলছিলেন, তাতে দুজনের কাছেই সুযোগ ছিল সেঞ্চুরি করার। একটা সময় প্রতিযোগিতা চলছিল যে কার আগে কে সেঞ্চুরি পাবেন। তবে ভারতীয় এই দুই ব্যাটারকেই আজ হতাশ করেছেন শ্রীলঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক। তাঁরা (কোহলি, গিল) ‘আক্ষেপে’ পুড়লেও ভারত করেছে র