এবারের বিশ্বকাপে ভারতের হয়ে সব ম্যাচ খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ৭ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৩ ম্যাচ। ৩ ম্যাচেই রেকর্ড গড়ার জন্য যত উইকেট দরকার, তা করে ফেলেছেন তিনি। রেকর্ড গড়ার পরও ভারতীয় এই পেসারের কাছে তা কঠিন কিছু মনে হচ্ছে না।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৪০ উইকেট ছিল শামির। শামি যখন ইনিংসের দশম ওভারে বোলিংয়ে এসেছেন, ততক্ষণে ৯ ওভারে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। বোলিংয়ে এসেই তৃতীয় বলে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়েছেন শামি। অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েছেন আসালাঙ্কা। ঠিক তার পরের বলেই দুশান হেমন্থকে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন শামি। হ্যাটট্রিক না করতে পারলেও শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে তটস্থ রেখেছেন ভারতীয় এই পেসার। ১২ তম ওভারের তৃতীয় বলে ভারতীয় পেসারের বাউন্সার দুষ্মন্ত চামিরার গ্লাভস ঘেঁষে চলে যায়। উইকেটরক্ষক রাহুল ক্যাচ ধরলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে উইকেট নিতে হয়েছে ভারতকে।
এরপর ১৪ তম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার শেষ স্বীকৃত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথ্যুসকে বোল্ড করেছেন। তাতে জহির খান, জাভাগল শ্রীনাথের সঙ্গে ৪৪ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান শামি। এরপর কাসুন রাজিথার উইকেট নেওয়ার পর ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। লঙ্কানদের বিপক্ষে আজ ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে শামি নিয়েছেন ৫ উইকেট। যা ভারতীয় এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। রেকর্ড গড়ার এমন দিনে ম্যাচসেরা হয়েছেন শামি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই পেসার বলেন, ‘হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। সবসময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করে যাচ্ছিলাম। সঠিক ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে ছন্দ হারিয়ে ফেললে ফিরে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই শুরু থেকেই সঠিক লাইন লেংখে বোলিং করার চেষ্টা করছিলাম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সঠিক জায়গায় বোলিং করলে পিচের মুভমেন্টটা পাওয়া যায়। এটা কোনো রকেট সায়েন্স না।’
শুধু শামিই নন, ভারতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা আজ গুটিয়ে গেছে ৫৫ রানে। ভারতের ৩০২ রানে রেকর্ড গড়া ম্যাচ জয়ে শামির ৫ উইকেটের পাশাপাশি মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এর আগে লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২২৯ রান করেছিল ঠিকই। তবে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের বিপক্ষে ১০০ রানের জয় পেয়েছিল ভারত। বোলিংয়ে ভারত দুর্দান্ত খেলছে বলে মনে করেন শামি। ভারতীয় এই পেসার বলেন, ‘আমাদের বোলিং ইউনিট যা করছে, তা সত্যিই দারুণ। যে ছন্দে আমরা বোলিং করছি, তাতে আমি বিশ্বাস করব না যে কেউই তা উপভোগ করছে না। তাই সত্যি বলতে আমরা বোলিং ইউনিট হিসেবে বেশ উপভোগ করছি।’
এবারের বিশ্বকাপে ভারতের হয়ে সব ম্যাচ খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ৭ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৩ ম্যাচ। ৩ ম্যাচেই রেকর্ড গড়ার জন্য যত উইকেট দরকার, তা করে ফেলেছেন তিনি। রেকর্ড গড়ার পরও ভারতীয় এই পেসারের কাছে তা কঠিন কিছু মনে হচ্ছে না।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৪০ উইকেট ছিল শামির। শামি যখন ইনিংসের দশম ওভারে বোলিংয়ে এসেছেন, ততক্ষণে ৯ ওভারে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। বোলিংয়ে এসেই তৃতীয় বলে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়েছেন শামি। অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েছেন আসালাঙ্কা। ঠিক তার পরের বলেই দুশান হেমন্থকে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন শামি। হ্যাটট্রিক না করতে পারলেও শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে তটস্থ রেখেছেন ভারতীয় এই পেসার। ১২ তম ওভারের তৃতীয় বলে ভারতীয় পেসারের বাউন্সার দুষ্মন্ত চামিরার গ্লাভস ঘেঁষে চলে যায়। উইকেটরক্ষক রাহুল ক্যাচ ধরলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে উইকেট নিতে হয়েছে ভারতকে।
এরপর ১৪ তম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার শেষ স্বীকৃত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথ্যুসকে বোল্ড করেছেন। তাতে জহির খান, জাভাগল শ্রীনাথের সঙ্গে ৪৪ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান শামি। এরপর কাসুন রাজিথার উইকেট নেওয়ার পর ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। লঙ্কানদের বিপক্ষে আজ ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে শামি নিয়েছেন ৫ উইকেট। যা ভারতীয় এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। রেকর্ড গড়ার এমন দিনে ম্যাচসেরা হয়েছেন শামি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই পেসার বলেন, ‘হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। সবসময় আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করে যাচ্ছিলাম। সঠিক ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে ছন্দ হারিয়ে ফেললে ফিরে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই শুরু থেকেই সঠিক লাইন লেংখে বোলিং করার চেষ্টা করছিলাম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সঠিক জায়গায় বোলিং করলে পিচের মুভমেন্টটা পাওয়া যায়। এটা কোনো রকেট সায়েন্স না।’
শুধু শামিই নন, ভারতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা আজ গুটিয়ে গেছে ৫৫ রানে। ভারতের ৩০২ রানে রেকর্ড গড়া ম্যাচ জয়ে শামির ৫ উইকেটের পাশাপাশি মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এর আগে লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২২৯ রান করেছিল ঠিকই। তবে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের বিপক্ষে ১০০ রানের জয় পেয়েছিল ভারত। বোলিংয়ে ভারত দুর্দান্ত খেলছে বলে মনে করেন শামি। ভারতীয় এই পেসার বলেন, ‘আমাদের বোলিং ইউনিট যা করছে, তা সত্যিই দারুণ। যে ছন্দে আমরা বোলিং করছি, তাতে আমি বিশ্বাস করব না যে কেউই তা উপভোগ করছে না। তাই সত্যি বলতে আমরা বোলিং ইউনিট হিসেবে বেশ উপভোগ করছি।’
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৮ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে