Ajker Patrika

ভারত-পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১২: ৪৬
ভারত-পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ

২০২৩ বিশ্বকাপে কোনো কিছুই যে বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। সবার আগে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল সাকিব আল হাসানের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। কোনো তালিকাতেই প্রথম দিকে নেই বাংলাদেশের নাম।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। শুধু গতকালের ম্যাচই নয়, টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফিল্ডিং করে আসছে ভারত। গতকাল পর্যন্ত হওয়া টুর্নামেন্টের ৩৩ ম্যাচে ৩১ ক্যাচের মধ্যে ভারতীয় ফিল্ডাররা ধরেছেন ২৫টি ক্যাচ। তাতে প্রায় ৮১ শতাংশ ক্যাচ ধরতে পেরেছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল। ক্যাচ ধরার সফলতার তালিকায় ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার দল। ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছেড়ে উসামা মীর বেশ ট্রলের শিকার হলেও পাকিস্তান দলই ক্যাচ ধরার সফলতায় শীর্ষে। টুর্নামেন্টে ৪৩ ক্যাচের মধ্যে ৩৭ ক্যাচ ধরে ৮৬ শতাংশ সফলতা নিয়ে সবার ওপরে বাবর আজমের দল। 

ক্যাচ ধরায় এবারের বিশ্বকাপে সবচেয়ে সফল দল পাকিস্তান। ছবি: টুইটার অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত টুর্নামেন্টে ধরেছে ২৬ ক্যাচ এবং মিস করেছে ৮ ক্যাচ, যার মধ্যে গত ২৮ অক্টোবর কলকাতায় নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস শূন্য রানে থাকা অবস্থায় বাংলাদেশ ক্যাচ ছেড়েছে দুটি। ৭৬ শতাংশ সফলতা নিয়ে এই তালিকায় ৬ নম্বরে রয়েছে সাকিবের দল। যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ক্যাচ মিসের মহড়া দিয়েছে, সেই ডাচরাও ক্যাচ ধরার সফলতায় রয়েছে পাকিস্তানের পরে দুইয়ে। টুর্নামেন্টে ৩৯ ক্যাচের মধ্যে ৩৩টি ক্যাচ ধরায় ৮৫ শতাংশ সফল ডাচরা। ভারতের মতো সমান ৮১ শতাংশ ক্যাচ ধরে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা রয়েছে ৪ ও ৫ নম্বরে। তবে অস্ট্রেলিয়া দারুণ ছন্দে থাকলেও ক্যাচ ধরার সফলতায় তারা বাংলাদেশের চেয়েও পিছিয়ে। ৪১ ক্যাচের মধ্যে ২৯ ক্যাচ ধরে ৭১ শতাংশ সফলতা নিয়ে অজিরা রয়েছে ৭ নম্বরে। যেখানে চেন্নাইয়ে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। এরপর লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুড়ি-মুড়কির মতো ক্যাচ ছেড়েছেন অজি ফিল্ডাররা। 

ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানো আফগানিস্তান দলও ফিল্ডিংয়ে বেশ পিছিয়ে। টুর্নামেন্টে আফগানরা ধরেছে ২০ ক্যাচ, ছেড়েছে ৮ ক্যাচ। ক্যাচ ধরায় ৭১ শতাংশ সফল আফগানিস্তান রয়েছে আট নম্বরে। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সমান ৭১ শতাংশ ক্যাচ ধরে এই তালিকায় ৯ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ক্যাচ ধরায় সবচেয়ে কম সফল দল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে লঙ্কানরা ধরেছে ২২ ক্যাচ ও ছেড়েছে ১৪ ক্যাচ। ৬১ শতাংশ ক্যাচ সফলভাবে ধরতে পেরেছে লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...