ক্রীড়া ডেস্ক
নিজেদের প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল ছিল নিউজিল্যান্ডের জন্য। এরপর টানা তিন ম্যাচ হারায় কিউইদের সেরা চারে খেলার সম্ভাবনা কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অন্যদিকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে গেছে। দুই দলের সেমিতে ওঠার লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস তেমন সুখকর কিছু বলছে না। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস বলছে, বেঙ্গালুরুতে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বেলা দেড়টায় (বাংলাদেশ সময়) বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সকাল ১১টায় ম্যাচ শুরু হবে, তাতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংসের মাঝামাঝি থেকে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ম্যাচ বাতিলও হয়ে যেতে পারে।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের নেট রানরেট + ০.৪৮৪। অন্যদিকে সমান ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ও-০.০২৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে পাকিস্তান। সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড, ইংল্যান্ড-দুটো দলের বিপক্ষেই পাকিস্তানকে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেট ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ-এই দুইটি জিনিসের ব্যাপারেও বাবর আজমের দলকে মাথায় রাখতে হবে। যদি বেঙ্গালুরুতে আগামীকাল ঠিকমতো ম্যাচ হয়, তাহলে নেট রানরেট মাইনাস থেকে প্লাস করতে হলে পাকিস্তানকে ৮০ রানেরও বেশি রানের ব্যবধানে জিততে হবে কিউইদের বিপক্ষে। রান তাড়া করে জিততে হলেও পাকিস্তানকে সমান পরিমাণ রানের ওভার হাতে রেখে জিততে হবে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে হারতে হবে লঙ্কানদের কাছে।
যদি বৃষ্টির বাগড়ায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাতে পাকিস্তানের পয়েন্ট হবে ৭ আর ৯ পয়েন্ট হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে আফগানিস্তান যদি নিজেদের বাকি থাকা ৩ ম্যাচ সব জিতে যায়, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে তারা। যেখানে আফগানদের ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
নিজেদের প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল ছিল নিউজিল্যান্ডের জন্য। এরপর টানা তিন ম্যাচ হারায় কিউইদের সেরা চারে খেলার সম্ভাবনা কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। অন্যদিকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে গেছে। দুই দলের সেমিতে ওঠার লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস তেমন সুখকর কিছু বলছে না। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস বলছে, বেঙ্গালুরুতে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বেলা দেড়টায় (বাংলাদেশ সময়) বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সকাল ১১টায় ম্যাচ শুরু হবে, তাতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংসের মাঝামাঝি থেকে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ম্যাচ বাতিলও হয়ে যেতে পারে।
৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের নেট রানরেট + ০.৪৮৪। অন্যদিকে সমান ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ও-০.০২৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে পাকিস্তান। সেমিতে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড, ইংল্যান্ড-দুটো দলের বিপক্ষেই পাকিস্তানকে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেট ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ-এই দুইটি জিনিসের ব্যাপারেও বাবর আজমের দলকে মাথায় রাখতে হবে। যদি বেঙ্গালুরুতে আগামীকাল ঠিকমতো ম্যাচ হয়, তাহলে নেট রানরেট মাইনাস থেকে প্লাস করতে হলে পাকিস্তানকে ৮০ রানেরও বেশি রানের ব্যবধানে জিততে হবে কিউইদের বিপক্ষে। রান তাড়া করে জিততে হলেও পাকিস্তানকে সমান পরিমাণ রানের ওভার হাতে রেখে জিততে হবে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে হারতে হবে লঙ্কানদের কাছে।
যদি বৃষ্টির বাগড়ায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাতে পাকিস্তানের পয়েন্ট হবে ৭ আর ৯ পয়েন্ট হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে আফগানিস্তান যদি নিজেদের বাকি থাকা ৩ ম্যাচ সব জিতে যায়, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে তারা। যেখানে আফগানদের ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ড মানেই যেন ভারতের বিভীষিকা। ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ডের দুটি শিরোপাই এসেছে ভারতকে কাঁদিয়ে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারত নেমেছে পুরোনো হারের বদলা নিতে।
৪ মিনিট আগেদেশের চারটি ক্রীড়া স্থাপনার নামে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ বছরের শিশু রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম
৮ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ হয়েছে সেঞ্চুরির বন্যা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাঈম শেখ বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরিতে দেশের ক্রিকেটে হয়েছে বিরল এক রেকর্ড। নাঈমের পাশাপাশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আল আমিন জুনিয়রও।
১ ঘণ্টা আগেদুবাইয়ে এখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলছে ভারত-নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত খেলছে দুর্দান্ত। দুবাই স্টেডিয়ামের গ্যালারি থেকে ছন্দে থাকা ভারতকে উৎসাহ দিচ্ছেন আনুশকা শর্মা।
২ ঘণ্টা আগে