চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএল সব শেষ আফগান ক্রিকেটারের
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই দলগুলোতে চোটের হানা। চোটে পড়ায় জসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকাদের এবার আইসিসির ইভেন্ট খেলা হচ্ছে না। চোট থাবা দিল আফগানিস্তান দলের ওপরও। দলটির রহস্যময় স্পিনার মোহাম্মদ গজনফারের শেষ হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফি।