Ajker Patrika

কোহলিকে নিয়ে এত ‘পাগলামি’র মানে দেখেন না লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
অফফর্মের বৃত্তে আটকা পড়েছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো
অফফর্মের বৃত্তে আটকা পড়েছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো

ব্যাটিংয়ে একের পর এক কীর্তি গড়েছেন বলে বিরাট কোহলি পেয়েছেন রানমেশিন তকমা। তবে সেই কোহলির ব্যাটিংয়ে আগের মতো ধার তেমন নেই। জ্বলে ওঠেন হ্যালির ধূমকেতুর মতো। অর্জুনা রানাতুঙ্গার মতে তাঁকে (কোহলি) নিয়ে এত পাগলামির কোনো মানে নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে গত ১ বছর ধরে ধুঁকছেন কোহলি। তিন সংস্করণ মিলে ২০২৪-এর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত তিনি ২৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। পঞ্চাশোর্ধ্ব ইনিংস তিনটি। যার মধ্যে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি রয়েছে। এই সময়ে শূন্য রানে আউট হয়েছেন একবার। কটকে পরশু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৫ রান। এই সংস্করণে সবশেষ ফিফটি ভারতীয় এই ব্যাটার পেয়েছেন ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে।

ভারতের জার্সিতে বিবর্ণ কোহলি দীর্ঘ ১২ বছর পর খেলেছেন রঞ্জি ট্রফিতে। তবে এবার রেলওয়েজের বিপক্ষে দিল্লির হয়ে ১ ইনিংস ব্যাটিং করে ৬ রান করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে গতকাল কোহলিকে নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘কোহলির মতো ক্রিকেটার অনেক রান করেছে। আমি মনে করি সে তার সেরা সময় পেছনে ফেলে এসেছে। কোহলির এখন সিদ্ধান্ত নিতে হবে। সেটা তাকে নিতে দিন। তার দিকেই স্পটলাইট এত থাকার দরকার কী? আমার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে।’

২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন কোহলি। সরাসরি না বললেও কোহলির ক্রিকেট থেকে অবসরের দিকেই ইঙ্গিত করেছেন রানাতুঙ্গা। শ্রীলঙ্কার ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার মতে কোহলির এখন সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলা প্রয়োজন। এটাই এখন সে করতে পারে। তাঁরা অবশ্যই কোনো একটা উপায় বের করে দেবেন।’

ভারতের জার্সিতে এখন ওয়ানডে আর টেস্ট খেলছেন কোহলি। বর্তমানে তিনি ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তবে নাগপুরে প্রথম ওয়ানডেতে হাঁটুর চোটের কারণে খেলা হয়নি তাঁর। আহমেদাবাদে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই কোহলির শেষ সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত