Ajker Patrika

হঠাৎই কেন মাঠে নামলেন দক্ষিণ আফ্রিকার কোচ

দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ ওয়ান্দিল গাভু হঠাৎই গতকাল মাঠে নেমে পড়েছেন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ ওয়ান্দিল গাভু হঠাৎই গতকাল মাঠে নেমে পড়েছেন। ছবি: সংগৃহীত

মাঠে কোচদের খেলতে নামার ঘটনা নতুন কিছু নয়। চোট বা অন্য কোনো কারণে যখন খেলোয়াড়দের সংখ্যা কম থাকে, অনেকটা বাধ্য হয়েই কোচকে নেমে যেতে হয়। দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচকে গতকাল লাহোরে ফিল্ডিং করতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ত্রিদেশীয় সিরিজে গতকাল নিউজিল্যান্ড ৩০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে। কিউইদের ইনিংসে ৩৭ তম ওভারে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ ওয়ান্দিল গাভু মাঠে নেমে পড়েন। তখনই ক্যামেরার লেন্স ঘুরে যায় গাভুর দিকে। তাঁর মাঠে নামার কারণ দক্ষিণ আফ্রিকা দলে পর্যাপ্ত ক্রিকেটারের অভাব। কিউইদের বিপক্ষে ম্যাচটির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছিল প্রোটিয়ারা। মাঠে নামার মতো প্রোটিয়াদের আর কোনও ক্রিকেটার না থাকায় অগত্যা ফিল্ডিং করতে নেমেছেন গাভু। কদিন আগেই সাদা বলের ক্রিকেটে ফিল্ডিং কোচ হিসেবে তাঁকে নিযুক্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটির জন্য প্রোটিয়ারা ১৩ সদস্যের ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল। কিন্তু জেরাল্ড কোয়েটজি চোটে পড়ায় ছিটকে যান চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেই। সেকারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটার নেমে আসে ১২-তে। তাছাড়া এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, মার্কো ইয়ানসেন-এই ৭ ক্রিকেটারের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। তাঁদের এই দেরি হওয়ার কারণ ঘরোয়া টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। তবে তাঁরা এখন আগেভাগেই পাকিস্তান যাচ্ছেন বলে শোনা গেছে। করাচিতে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।

লাহোরে পাকিস্তানকে চলতি সপ্তাহের শনিবার ৭৮ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। একই মাঠে গতকাল কিউইরা ৬ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। করাচিতে আগামীকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ী দল ১৪ ফেব্রুয়ারি ফাইনালে কিউইদের মুখোমুখি হবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত