Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির বাজে রেকর্ডে আছে বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৪
চ্যাম্পিয়নস ট্রফিতে তিন বার ডাক মেরেছেন হাবিবুল বাশার সুমন। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফিতে তিন বার ডাক মেরেছেন হাবিবুল বাশার সুমন। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের রেকর্ড এমনিতেও সমৃদ্ধ নয়। আইসিসির এই ইভেন্টে এশিয়ার দলটি এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে জিতেছে ২টি। টুর্নামেন্টে জয় যে বাংলাদেশের কাছে ‘সোনার হরিণ’, সেটা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট।

দলীয় পারফরম্যান্সে যেখানে চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের একরাশ হতাশা, তাতে বিব্রতকর এক রেকর্ডে নাম থাকাটা কি অস্বাভাবিক কিছু? সেই বিব্রতকর রেকর্ডটি হচ্ছে আইসিসির এই ইভেন্টটিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ চারবার ডাক মেরেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। বিব্রতকর এই রেকর্ডে যৌথভাবে দুইয়ে আছেন চার ক্রিকেটার। বাংলাদেশের হাবিবুল বাশার সুমনের মতো তিনটি করে ডাক মেরেছেন নাথান অ্যাস্টল, সনাথ জয়াসুরিয়া ও শোয়েব মালিক।

চ্যাম্পিয়নস ট্রফিতে সুমন সর্বসাকল্যে খেলেছেন ৫ ম্যাচ। করেছেন ৪৮ রান। সর্বোচ্চ ৩০ রান করেছেন ২০০৬ সালে জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। ১৬১ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছিল তাঁর হাতে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে। এরপর নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ফিরতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডিতে।

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলেছে ২০১৭ সালে। সেবারই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে এশিয়ার দলটি।এজবাস্টনে সেমিতে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ ২০১৭ সালেই হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড
নামইনিংস দল
শেন ওয়াটসনঅস্ট্রেলিয়া
হাবিবুল বাশার সুমনবাংলাদেশ
নাথান অ্যাস্টলনিউজিল্যান্ড
সনাথ জয়াসুরিয়াশ্রীলঙ্কা
শোয়েব মালিকপাকিস্তান
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত