শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।
কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’
বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।
কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’
বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আরও পড়ুন:
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে