শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।
কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’
বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।
কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’
বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আরও পড়ুন:
আত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৫ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৫ ঘণ্টা আগে