আবার বাজবে নাকাড়া
দুই বছর পর হজরত শাহজালালের (রহ.) দরগা প্রাঙ্গণে আবার বাজবে ঐতিহ্যবাহী ‘নাকাড়া’। ‘শাহজালাল বাবা কী জয়’, ‘৩৬০ আউলিয়া কী জয়’, ‘লালে লাল শাহজালাল’, ‘নারায়ে তকবির-আল্লাহু আকবার’ স্লোগানে দরগা প্রাঙ্গণ প্রকম্পিত করবেন হাজার হাজার ভক্ত। এরপর খোলা তলোয়ার ও কুড়াল হাতে দরগা প্রাঙ্গণ থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বি