নাগরপুরের কাঁচাগোল্লা
গোল নয়, লম্বা নয় আবার কাঁচাও নয়। তবুও নাম তার কাঁচাগোল্লা। এই নামেই পরিচিত দেশ-বিদেশে। আর কাঁচাগোল্লার কথা উঠলে সবাই নাটোরের কথাই বলবেন, সে জানা কথা। কিন্তু জানেন তো, নাটোরের বাইরেও কাঁচাগোল্লা হয় এবং নাটোরের কাঁচাগোল্লার মতো বিশ্বজোড়া তার নাম না হলেও সে ভালোই বিখ্যাত। বলছি টাঙ্গাইলের নাগরপুরের বিখ্