আরও একটি শোকার্ত দিন
একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ছাত্ররা মারা গেছেন, এ সংবাদ রাষ্ট্রব্যাপী ছড়িয়ে গেলে পুরো পূর্ব বাংলা যেন পরিণত হয় এক নতুন দেশে। শাসকের দল ভেবেছিল, গুলি করে স্তব্ধ করে দেবে আন্দোলন, কিন্তু ঘটনা ঘটল উল্টো। ২২ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এবং সব হলে ছাত্ররা কালো পতাকা উত্তোলন করেন, সবা