সম্পাদকীয়
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি যখন ড. শামসুজ্জোহার নিহত হওয়ার সংবাদ বেতার ও টেলিভিশনে প্রচারিত হয়, তখনই উত্তাল হয়ে ওঠে সারা দেশ। নিরস্ত্র জনতা আর সশস্ত্র সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ায় সেদিন। ড. রফিকুল ইসলাম সেদিন টেলিভিশনের ডিআইটি ভবনে ‘অমর সাহিত্য’ নামে একটি অনুষ্ঠান করছিলেন। অনুষ্ঠান শেষ হলে টিভির একটি মাইক্রোবাসে তাঁরা কয়েকজন বাড়ির পথে রওনা হলেন। মগবাজারে একজনকে নামিয়ে গাড়ি যাচ্ছিল এয়ারপোর্ট রোড দিয়ে শেরেবাংলা নগরের দিকে। সেখানে একটি সামরিক যান জ্বলতে দেখেন তাঁরা। কেয়া চৌধুরীকে নামানোর জন্য গাড়ি যায় মোহাম্মদপুরে। সেখানেও সংঘর্ষ! নিউমার্কেটের কাছে যখন গাড়ি, তখনো বিক্ষুব্ধ জনতা রাস্তায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
১৮ ফেব্রুয়ারি থেকে একটানা কারফিউ দেয় সরকার। কারফিউর মধ্যেই ২০ ফেব্রুয়ারি টিভি থেকে একটা মাইক্রোবাস আসে রফিকুল ইসলামের বাড়িতে। গাড়ি থেকে নামেন তৎকালীন অনুষ্ঠানের অধ্যক্ষ সেলিমউদ্দিন আহমদ। তাঁর সঙ্গে ছিলেন মুসা আহমেদ।
একটু বিচলিত হলেন রফিকুল ইসলাম। এ সময় টেলিভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ এখানে কেন?
সেলিমউদ্দিন আহমদ বললেন, ‘পিন্ডি থেকে হুকুম এসেছে, একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা, সাহিত্য আর সংগীত নিয়ে অনুষ্ঠান করতে হবে। একতাড়া কারফিউ পাস নিয়ে এসেছি।’
পিন্ডি থেকে আকস্মিক এই নির্দেশে বিচলিত হয়ে পড়েছিলেন ঢাকা টেলিভিশনের কর্মকর্তারা। কারণ, ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কখনোই একুশে ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠান প্রচারিত হয়নি টেলিভিশনে। এখন এই কারফিউর মধ্যে কী করে এত শিল্পীর সঙ্গে কথা বলে তাঁদের টেলিভিশন কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব! তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আসা হলো টেলিভিশনে, রাত ১টা পর্যন্ত মহড়া চলল, ভোররাত পর্যন্ত চলল রেকর্ডিং। সে এক অন্যরকম সময়!
একুশে ফেব্রুয়ারিতে কারফিউ উঠিয়ে নেওয়া হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানসহ অন্যদের মুক্তির সিদ্ধান্ত হলো। তিনি মুক্তি পেলেন ২২ ফেব্রুয়ারি।
সূত্র: রফিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের ২৫ বছর, পৃষ্ঠা ৪৫-৪৬
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি যখন ড. শামসুজ্জোহার নিহত হওয়ার সংবাদ বেতার ও টেলিভিশনে প্রচারিত হয়, তখনই উত্তাল হয়ে ওঠে সারা দেশ। নিরস্ত্র জনতা আর সশস্ত্র সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ায় সেদিন। ড. রফিকুল ইসলাম সেদিন টেলিভিশনের ডিআইটি ভবনে ‘অমর সাহিত্য’ নামে একটি অনুষ্ঠান করছিলেন। অনুষ্ঠান শেষ হলে টিভির একটি মাইক্রোবাসে তাঁরা কয়েকজন বাড়ির পথে রওনা হলেন। মগবাজারে একজনকে নামিয়ে গাড়ি যাচ্ছিল এয়ারপোর্ট রোড দিয়ে শেরেবাংলা নগরের দিকে। সেখানে একটি সামরিক যান জ্বলতে দেখেন তাঁরা। কেয়া চৌধুরীকে নামানোর জন্য গাড়ি যায় মোহাম্মদপুরে। সেখানেও সংঘর্ষ! নিউমার্কেটের কাছে যখন গাড়ি, তখনো বিক্ষুব্ধ জনতা রাস্তায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
১৮ ফেব্রুয়ারি থেকে একটানা কারফিউ দেয় সরকার। কারফিউর মধ্যেই ২০ ফেব্রুয়ারি টিভি থেকে একটা মাইক্রোবাস আসে রফিকুল ইসলামের বাড়িতে। গাড়ি থেকে নামেন তৎকালীন অনুষ্ঠানের অধ্যক্ষ সেলিমউদ্দিন আহমদ। তাঁর সঙ্গে ছিলেন মুসা আহমেদ।
একটু বিচলিত হলেন রফিকুল ইসলাম। এ সময় টেলিভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ এখানে কেন?
সেলিমউদ্দিন আহমদ বললেন, ‘পিন্ডি থেকে হুকুম এসেছে, একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা, সাহিত্য আর সংগীত নিয়ে অনুষ্ঠান করতে হবে। একতাড়া কারফিউ পাস নিয়ে এসেছি।’
পিন্ডি থেকে আকস্মিক এই নির্দেশে বিচলিত হয়ে পড়েছিলেন ঢাকা টেলিভিশনের কর্মকর্তারা। কারণ, ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কখনোই একুশে ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠান প্রচারিত হয়নি টেলিভিশনে। এখন এই কারফিউর মধ্যে কী করে এত শিল্পীর সঙ্গে কথা বলে তাঁদের টেলিভিশন কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব! তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আসা হলো টেলিভিশনে, রাত ১টা পর্যন্ত মহড়া চলল, ভোররাত পর্যন্ত চলল রেকর্ডিং। সে এক অন্যরকম সময়!
একুশে ফেব্রুয়ারিতে কারফিউ উঠিয়ে নেওয়া হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানসহ অন্যদের মুক্তির সিদ্ধান্ত হলো। তিনি মুক্তি পেলেন ২২ ফেব্রুয়ারি।
সূত্র: রফিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের ২৫ বছর, পৃষ্ঠা ৪৫-৪৬
আমরা অনেক নীতিনৈতিকতার বকবকানির সমাজ, রিয়্যাকশনারি সমাজ। আর গুরুত্বপূর্ণ কথা এই যে, আমি শ্লীলতার রাজনীতির বাইরে মাঠের লড়াই নিয়ে বলতে চাইছি। এখানে গল্পে-কাহিনিতে ক্ষমতাহীন ও ক্ষমতাশালী মানুষের মধ্যেকার লড়াইটা পুরো অস্তিত্ববাদী। সেটা এই অর্থে যে, এখানে ক্ষমতাহীন মানুষ তার অস্তিত্বের ফিলোসফিক্যাল...
৬ দিন আগে১৯৮০ সালে তাইওয়ান সরকার ভাবল দেশটির একটা জাতীয় বিজ্ঞান জাদুঘর থাকা উচিত। যেই ভাবা সেই কাজ। ঘোষণাও দেওয়া হয়ে গেল—জাদুঘর হবে। ঘোষণা দিয়ে আর তো বসে থাকা যায় না। পরের বছরই ভবনের নকশার কাজ শুরু হয়। ১৯৮৬ সালে নর্থ জেলার তাইচুং শহরে নতুন বছরের প্রথম দিনই উদ্বোধন হয় ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্স।
৬ দিন আগে১৮২৫ সালে রাশিয়ার সম্রাট প্রথম পাভেল তাঁর পুত্র গ্র্যান্ড ডিউক মিখাইল পাভলোভিচ ও তাঁর নববধূ এলেনা পাভলোভনাকে বিয়ের উপহার হিসেবে সেন্ট পিটার্সবার্গে একটি প্রাসাদ নির্মাণ করে দেন। প্রথমে ভবনটির নাম ছিল মিখাইলোভস্কি প্রাসাদ। যদিও মৃত্যুর পর এটি হয়ে যায় তাঁর স্ত্রীর নামে—দ্য প্যালেস অব দ্য গ্র্যান্ড...
৭ দিন আগেযখন মার্কিন প্রেসিডেন্টের গদিতে ছিলেন হ্যারি এস ট্রুম্যান, তখন ১৯৪৬ সালে তাঁর এক স্বাক্ষরে কংগ্রেস আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল এয়ার মিউজিয়াম। ১৮৭৬ সালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রদর্শনীর কিছু নিদর্শন এই জাদুঘরের নিদর্শনের তালিকাভুক্ত হয়। মূলত চায়নিজ ইম্পেরিয়াল কমিশন কিছু...
৯ দিন আগে