খরচ কমাতে ট্রাকের ছাদে ঝুঁকি নিয়ে ঈদযাত্রা
ট্রাকের মেঝেতে ত্রিপল বিছানো, মাথার ওপর নেই কোনো ছাউনি। তীব্র রোদ, আর ভ্যাপসা গরমকে উপেক্ষা করে ট্রাকেই ঈদযাত্রা শুরু করছেন অনেকে। বাসের চেয়ে তুলনামূলক ভাড়া কম হওয়াতে নিম্ন আয়ের মানুষ ঝুঁকছেন ছাদখোলা ট্রাক ও পিকআপে। নারী ও শিশুরাও আছেন যাত্রীর তালিকায়। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইল এলাকায় উত্তর