সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গতকাল থেকে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়। তারা ঈদের ৩ দিন পর পর্যন্ত মহাসড়কেই মোতায়েন থাকবে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন এবং কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ৩টি শিফটে ভাগ হয়ে কাজ করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছে। মহাসড়কের যেকোনো স্থানে যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। খুব দ্রুত একস্থান থেকে আরেকস্থানে যেতে বাসচালকদের বাধ্য করছেন তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা এবং ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত অংশে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা তিন শিফটে মহাসড়কে কাজ করছেন। গতকাল ১৮ এপ্রিল থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত তারা মহাসড়কে কাজ করবে। তাদের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছেন।’
কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৬টি মোবাইল টিম,৩টি হোন্ডা টিম, ১টি অ্যাম্বুলেন্স টিম থাকবে।
এ ছাড়া মহাসড়কে যেকোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত একটি রেকার, সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত একটি রেকার এবং ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা এলাকা পর্যন্ত আরেকটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মেঘনাঘাট টোলপ্লাজার প্রত্যেকটি বুথ সব সময় যেন সচল থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বাভাবিক হবে। আমরা ঘরমুখো মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গতকাল থেকে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়। তারা ঈদের ৩ দিন পর পর্যন্ত মহাসড়কেই মোতায়েন থাকবে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন এবং কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ৩টি শিফটে ভাগ হয়ে কাজ করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছে। মহাসড়কের যেকোনো স্থানে যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। খুব দ্রুত একস্থান থেকে আরেকস্থানে যেতে বাসচালকদের বাধ্য করছেন তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা এবং ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত অংশে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা তিন শিফটে মহাসড়কে কাজ করছেন। গতকাল ১৮ এপ্রিল থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত তারা মহাসড়কে কাজ করবে। তাদের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছেন।’
কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৬টি মোবাইল টিম,৩টি হোন্ডা টিম, ১টি অ্যাম্বুলেন্স টিম থাকবে।
এ ছাড়া মহাসড়কে যেকোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত একটি রেকার, সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত একটি রেকার এবং ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা এলাকা পর্যন্ত আরেকটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মেঘনাঘাট টোলপ্লাজার প্রত্যেকটি বুথ সব সময় যেন সচল থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বাভাবিক হবে। আমরা ঘরমুখো মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’
‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৪ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৩০ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৩৪ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৩৮ মিনিট আগে