Ajker Patrika

পদ্মা সেতুতে ৭ শর্তে মোটরসাইকেল চলাচল শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২৩: ৩৫
পদ্মা সেতুতে ৭ শর্তে মোটরসাইকেল চলাচল শুরু বৃহস্পতিবার

ঈদে পদ্মা সেতুতে সাত শর্তে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এসব শর্ত মেনে আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাময়িকভাবে মোটরসাইকেল চালানো যাবে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শর্তগুলো হলো—নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে হবে, মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না, ওভারটেকও করা যাবে না, চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না ও চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে চড়তে পারবে। 

এ বিষয়ে সেতু সচিব মনজুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত বছরের ২৭ জুন সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। পদ্মা সেতু চালু হওয়ার এক দিন পরই সেতুতে মোটরসাইকেল চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

এদিকে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ছেড়ে যায় ফেরি কলমিলতা। এরপর সকাল সোয়া ১০টা পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা নামের দুটি ফেরি এ নৌপথে তিন ট্রিপ দেয়। এতে ২৬১টি মোটরসাইকেল পারাপার করা হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আতিকুজ্জামান বলেন, ‘বর্তমানে কে-টাইপ ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ধারণা করা যায়, ঈদের ছুটিতে এ নৌপথে মোটরসাইকেলের সংখ্যা আরও বাড়বে। বর্তমানে দুটি ফেরি দুই পাশ থেকে তিন ঘণ্টা পরপর ছাড়া হচ্ছে। মোটরসাইকেলের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।’ 

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত দুইটি ফেরি দিয়ে তিন ট্রিপে ২৬১টি মোটরসাইকেল পারাপার করা হয়েছে। সকালে ছেড়ে যাওয়া কলমিলতা ফেরিটি সোয়া এক ঘণ্টার মধ্যে নিরাপদে মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। সেখান থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে ফেরিটি আবারও শিমুলিয়া ঘাটে আসে। সকাল ৯টার দিকে ৮৭টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতাও মাঝিকান্দি ঘাটের উদ্দেশে রওনা হয়েছে।’ 

ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ৪ নম্বর ভিআইপি ঘাট দিয়ে ফেরি চলবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ১৫০ টাকা ও যাত্রীদের জন্য ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত