Ajker Patrika

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রিতেও চাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রিতেও চাপ

ঈদ উপলক্ষে ঢাকা থেকে ট্রেনযাত্রার অগ্রিম টিকিটের মতো ঢাকা ফিরে আসার টিকিট কাটতেও রয়েছে প্রচণ্ড চাপ। ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে অনলাইনে ফিরতি টিকিট বিক্রি, যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ঈদের ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে ২৫ থেকে ৩০ এপ্রিলের।

আজ সোমবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি হয়েছে ২৭ এপ্রিলের। আজ সকালে প্রথম ঘণ্টায় বিক্রি হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে ঢাকা আসার সব টিকিট। দ্রুত শেষ হয়ে গেছে জামালপুর, নেত্রকোনা, যশোর, খুলনা, নোয়াখালী রুটের টিকিটও।

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসের টিকিটও সকাল ৯টার সময় শেষ হয়ে যায়। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট প্রথম এক ঘণ্টায় শেষ হয়ে যায়। অন্যদিকে ময়মনসিংহ-নেত্রকোনা রুটের ঢাকাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের দেড় হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে সকালের মধ্যেই।

তবে ঢাকা থেকে পূর্বাঞ্চলের যাওয়ার টিকিটের মতোই সিলেট ও চট্টগ্রাম রুটে ফিরতি যাত্রার ৩০ ভাগ টিকিট এখনো অবিক্রীত রয়ে গেছে। 

সিলেট রুটে চলাচলকারী ৪ আন্তনগর:নগর ট্রেন—জয়ন্তিকা, কালনী, উপবন, পারাবত এক্সপ্রেসের অনেক ফিরতি টিকিট এখনো অবিক্রীত রয়েছে। একই অবস্থা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর, মহানগর প্রভাতি, তূর্ণা ও সোনার বাংলা এক্সপ্রেসের।

তবে ময়মনসিংহ, জামালপুর রুটের ঢাকাগামী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেসের ট্রেনের টিকিটের চাহিদাও ছিল অনেক বেশি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা আসার চাপ আছে। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির হার বেশি।

বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ সিনোসিস ভিনসেন্ট জেভির ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ জানিয়েছেন, ২৭ এপ্রিল ঢাকাগামী সর্বমোট সিট রয়েছে ২৪,৯৬৩টি। তার মধ্যে সকাল সাড়ে আটটার মধ্যেই ১৬,৬৪৬টি টিকিট বিক্রি হয়ে যায়।

ফিরতি টিকিট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ নামক প্রায় দুই লাখ রেলযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে এদিন যাত্রীদের মাঝে ভোগান্তির বদলে নিরবচ্ছিন্ন টিকিট কাটতে পারার অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত