শহীদ মিনারে দাঁড়িয়ে অন্যরকম ইলিয়াস কাঞ্চন
সাদা পাঞ্জাবি-পাজামায় শহীদ মিনারে দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চন। কাঁচা-পাকা চুল দাড়ি। হাতে বাঁশের লাঠি। তার আগায় জ্বলছে মশাল। আগুন তাঁর মনের ভেতরেও। তাঁর প্রতিবাদ, তাঁর বিদ্রোহ, তাঁর কান্না একটি লাইন হয়ে ঝুলে আছে বুকে