চলচ্চিত্র তারকাদের নেতা নির্বাচনের ফল আসে ভোট গ্রহণের প্রায় ১৩ ঘণ্টা পর। গত শুক্রবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন প্রার্থীরা। গুরুত্বপূর্ণ দুই পদে ভিন্ন প্যানেলের দুজন জয় পাওয়ায় শিল্পী সমিতিতে ভারসাম্য থাকবে বলে মনে করছে চলচ্চিত্রমহল।
বিদায়ী সভাপতি মিশা সওদাগর জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার শুরু থেকে যে ভাবনা, এখনো একই ভাবনা। সবচেয়ে বড় কথা, দেশের মানুষ যে এখনো আমাকে কতটা ভালোবাসে, সেটার প্রমাণ পেয়েছি নির্বাচন করতে এসে। এফডিসিতে কী হবে, কী হবে না—সেটা তো সময়ই বলে দেবে। ফুল প্যানেল নিয়ে জিতলে আরও বেশি আনন্দ পেতাম। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নও সহজ হতো।’ তবে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের নিয়েই কাজ শুরু করবেন ইলিয়াস কাঞ্চন।
সাধারণ সম্পাদক পদে তিনবারের বিজয়ী জায়েদ খান বলেন, ‘জয়-পরাজয় যেটা হয়েছে, সেটা একান্তই শিল্পীদের মনের ব্যাপার। তাঁরা যাঁদের যোগ্য মনে করেছেন, তাঁদের ভোট দিয়েছেন। আমার কোনো প্রতিপক্ষ নেই। আমরা সবাই এক। ইলিয়াস কাঞ্চন ভাই একজন গুণী মানুষ। তিনি আমাদেরই ভাই, অভিভাবক। তিনি এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। উপদেষ্টা হিসেবে দুই মেয়াদে তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। সামনেও একসঙ্গে কাজ করব।’নির্বাচনে মিশা সওদাগর পরাজিত হলেও নতুন কমিটিতে তাঁকে রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে তাঁকে।
নিপুণের আপিল
চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই ফলে অসন্তোষ জানিয়ে আবার ভোট গণনার জন্য আপিল করেন তিনি। গতকাল বিকেলে আবার ভোট গোনা হয়। এতে পুরোনো ফলই সঠিক বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার। আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, ‘নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।’
সভাপতি
ইলিয়াস কাঞ্চন (১৯১ ভোট)
সাধারণ সম্পাদক
জায়েদ খান (১৭৬ ভোট)
সহসভাপতি
মনোয়ার হোসেন ডিপজল (২১৯ ভোট)
মাসুম পারভেজ রুবেল (১৯১ ভোট)
সহসাধারণ সম্পাদক
সাইমন সাদিক (২১২ ভোট)
সাংগঠনিক সম্পাদক
শাহানূর (১৮৪ ভোট)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
জয় চৌধুরী (২০৫ ভোট)
দপ্তর ও প্রচার সম্পাদক
আরমান (২৩২ ভোট)
কোষাধ্যক্ষ
আজাদ খান (১৯৩ ভোট)
কার্যকরী পরিষদের সদস্য
অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
চলচ্চিত্র তারকাদের নেতা নির্বাচনের ফল আসে ভোট গ্রহণের প্রায় ১৩ ঘণ্টা পর। গত শুক্রবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন প্রার্থীরা। গুরুত্বপূর্ণ দুই পদে ভিন্ন প্যানেলের দুজন জয় পাওয়ায় শিল্পী সমিতিতে ভারসাম্য থাকবে বলে মনে করছে চলচ্চিত্রমহল।
বিদায়ী সভাপতি মিশা সওদাগর জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার শুরু থেকে যে ভাবনা, এখনো একই ভাবনা। সবচেয়ে বড় কথা, দেশের মানুষ যে এখনো আমাকে কতটা ভালোবাসে, সেটার প্রমাণ পেয়েছি নির্বাচন করতে এসে। এফডিসিতে কী হবে, কী হবে না—সেটা তো সময়ই বলে দেবে। ফুল প্যানেল নিয়ে জিতলে আরও বেশি আনন্দ পেতাম। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নও সহজ হতো।’ তবে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের নিয়েই কাজ শুরু করবেন ইলিয়াস কাঞ্চন।
সাধারণ সম্পাদক পদে তিনবারের বিজয়ী জায়েদ খান বলেন, ‘জয়-পরাজয় যেটা হয়েছে, সেটা একান্তই শিল্পীদের মনের ব্যাপার। তাঁরা যাঁদের যোগ্য মনে করেছেন, তাঁদের ভোট দিয়েছেন। আমার কোনো প্রতিপক্ষ নেই। আমরা সবাই এক। ইলিয়াস কাঞ্চন ভাই একজন গুণী মানুষ। তিনি আমাদেরই ভাই, অভিভাবক। তিনি এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। উপদেষ্টা হিসেবে দুই মেয়াদে তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন। সামনেও একসঙ্গে কাজ করব।’নির্বাচনে মিশা সওদাগর পরাজিত হলেও নতুন কমিটিতে তাঁকে রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে তাঁকে।
নিপুণের আপিল
চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই ফলে অসন্তোষ জানিয়ে আবার ভোট গণনার জন্য আপিল করেন তিনি। গতকাল বিকেলে আবার ভোট গোনা হয়। এতে পুরোনো ফলই সঠিক বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার। আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, ‘নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।’
সভাপতি
ইলিয়াস কাঞ্চন (১৯১ ভোট)
সাধারণ সম্পাদক
জায়েদ খান (১৭৬ ভোট)
সহসভাপতি
মনোয়ার হোসেন ডিপজল (২১৯ ভোট)
মাসুম পারভেজ রুবেল (১৯১ ভোট)
সহসাধারণ সম্পাদক
সাইমন সাদিক (২১২ ভোট)
সাংগঠনিক সম্পাদক
শাহানূর (১৮৪ ভোট)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
জয় চৌধুরী (২০৫ ভোট)
দপ্তর ও প্রচার সম্পাদক
আরমান (২৩২ ভোট)
কোষাধ্যক্ষ
আজাদ খান (১৯৩ ভোট)
কার্যকরী পরিষদের সদস্য
অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, ফেরদৌস, মৌসুমী, রোজিনা ও সুচরিতা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪