বিনোদন প্রতিবেদক
ঢাকা: সাদা পাঞ্জাবি-পাজামায় শহীদ মিনারে দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চন। কাঁচা-পাকা চুল দাড়ি। হাতে বাঁশের লাঠি। তার আগায় জ্বলছে মশাল। আগুন তাঁর মনের ভেতরেও। তাঁর প্রতিবাদ, তাঁর বিদ্রোহ, তাঁর কান্না একটি লাইন হয়ে ঝুলে আছে বুকে।
ইলিয়াস কাঞ্চনের বুকে ঝোলানো স্লেট। তাতে চকে লেখা একটি লাইন, ‘আমিই কোহিনূরের বাবা, কোহিনূর আমার মেয়ে, আমি তাঁর ধর্ষণ ও হত্যার বিচার চাই।’
ইলিয়াস কাঞ্চনের এমন একটি ছবি কদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যাঁরাই দেখছেন ছবিটি, থমকে যাচ্ছেন কয়েক মুহূর্তের জন্য। এই ইলিয়াস কাঞ্চনকে চিনতে কষ্ট হয়! স্বচ্ছ ফ্রেমের চশমায়, সাদা রঙ করা চুল দাড়িতে বেশ বয়স্ক লাগছে বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতাকে।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলাপ করে জানা গেল, ছবিটি শুটিংয়ের। ‘মরণোত্তম’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। তাতে তিনি অজপাড়া গাঁয়ের একজন স্কুলশিক্ষক। সাধারণ জীবনযাপন। স্কুলপড়ুয়া এক মেয়েকে নিয়েই তাঁর সংসার। কোহিনূর নামে ওই মেয়েটি একদিন ধর্ষণের শিকার হন। ক্ষোভে-দুঃখে-অপমানে আত্মহত্যা করে মেয়েটি।
এরপরই বদলে যায় সাদাসিধে ওই স্কুল শিক্ষকের জীবন। বিচারের দাবিতে তিনি নেমে পড়েন। কোথাও যখন বিচারের আশ্বাস মেলে না, তিনি নিজেই স্লেটে প্রতিবাদ লিখে দাঁড়িয়ে যান শহীদ মিনারে। হাতে মশাল নিয়ে রাষ্ট্রের কাছে বিচার চান।
ইলিয়াস কাঞ্চন বলছেন,
‘এটাই তাঁর প্রতিবাদ। যে চক-স্লেটে বাচ্চাদেরকে অক্ষরজ্ঞান শেখাতেন তিনি। ওই চক-স্লেটই তাঁর প্রতিবাদের অনুষঙ্গ হয়ে উঠেছে।’
‘মরণোত্তম’ টেলিফিল্মটি বানাচ্ছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকবছর ধরে ভিন্নধর্মী কাজ নিয়ে আলোচিত এই নির্মাতা। অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গ-র এই টেলিফিল্মে তিনি ভরসা রেখেছেন ইলিয়াস কাঞ্চনের ওপর। তাঁর ভাষায়, ‘ইলিয়াস কাঞ্চন ছাড়া এ চরিত্রে কাউকে ভাবতে পারিনি। শুটিংয়ে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, ভাবাই যায় না। আউটডোরে সবার সঙ্গে দিনরাত খেটেছেন। যতক্ষণ মনমতো না হয়েছে, ততক্ষণ শট দিয়েছেন।’
‘মরণোত্তম’ এ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। আরো আছেন সুজন হাবিব, ইমতিয়াজ বর্ষণ। ইলিয়াস কাঞ্চনের মেয়ের চরিত্রে আছেন মাখনুন সুলতানা মাহিমা।
ঢাকা: সাদা পাঞ্জাবি-পাজামায় শহীদ মিনারে দাঁড়িয়ে ইলিয়াস কাঞ্চন। কাঁচা-পাকা চুল দাড়ি। হাতে বাঁশের লাঠি। তার আগায় জ্বলছে মশাল। আগুন তাঁর মনের ভেতরেও। তাঁর প্রতিবাদ, তাঁর বিদ্রোহ, তাঁর কান্না একটি লাইন হয়ে ঝুলে আছে বুকে।
ইলিয়াস কাঞ্চনের বুকে ঝোলানো স্লেট। তাতে চকে লেখা একটি লাইন, ‘আমিই কোহিনূরের বাবা, কোহিনূর আমার মেয়ে, আমি তাঁর ধর্ষণ ও হত্যার বিচার চাই।’
ইলিয়াস কাঞ্চনের এমন একটি ছবি কদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যাঁরাই দেখছেন ছবিটি, থমকে যাচ্ছেন কয়েক মুহূর্তের জন্য। এই ইলিয়াস কাঞ্চনকে চিনতে কষ্ট হয়! স্বচ্ছ ফ্রেমের চশমায়, সাদা রঙ করা চুল দাড়িতে বেশ বয়স্ক লাগছে বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতাকে।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলাপ করে জানা গেল, ছবিটি শুটিংয়ের। ‘মরণোত্তম’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। তাতে তিনি অজপাড়া গাঁয়ের একজন স্কুলশিক্ষক। সাধারণ জীবনযাপন। স্কুলপড়ুয়া এক মেয়েকে নিয়েই তাঁর সংসার। কোহিনূর নামে ওই মেয়েটি একদিন ধর্ষণের শিকার হন। ক্ষোভে-দুঃখে-অপমানে আত্মহত্যা করে মেয়েটি।
এরপরই বদলে যায় সাদাসিধে ওই স্কুল শিক্ষকের জীবন। বিচারের দাবিতে তিনি নেমে পড়েন। কোথাও যখন বিচারের আশ্বাস মেলে না, তিনি নিজেই স্লেটে প্রতিবাদ লিখে দাঁড়িয়ে যান শহীদ মিনারে। হাতে মশাল নিয়ে রাষ্ট্রের কাছে বিচার চান।
ইলিয়াস কাঞ্চন বলছেন,
‘এটাই তাঁর প্রতিবাদ। যে চক-স্লেটে বাচ্চাদেরকে অক্ষরজ্ঞান শেখাতেন তিনি। ওই চক-স্লেটই তাঁর প্রতিবাদের অনুষঙ্গ হয়ে উঠেছে।’
‘মরণোত্তম’ টেলিফিল্মটি বানাচ্ছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকবছর ধরে ভিন্নধর্মী কাজ নিয়ে আলোচিত এই নির্মাতা। অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গ-র এই টেলিফিল্মে তিনি ভরসা রেখেছেন ইলিয়াস কাঞ্চনের ওপর। তাঁর ভাষায়, ‘ইলিয়াস কাঞ্চন ছাড়া এ চরিত্রে কাউকে ভাবতে পারিনি। শুটিংয়ে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, ভাবাই যায় না। আউটডোরে সবার সঙ্গে দিনরাত খেটেছেন। যতক্ষণ মনমতো না হয়েছে, ততক্ষণ শট দিয়েছেন।’
‘মরণোত্তম’ এ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। আরো আছেন সুজন হাবিব, ইমতিয়াজ বর্ষণ। ইলিয়াস কাঞ্চনের মেয়ের চরিত্রে আছেন মাখনুন সুলতানা মাহিমা।
সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
১ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৪ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১৪ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১৪ ঘণ্টা আগে