বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান। কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই হয়েছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।
শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক শুরুর আগে এফডিসি'তে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সঙ্গে আলোচনা শেষ করে তাঁকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় জায়েদ খানের বিরুদ্ধে। এ ছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।
আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানোর সময় আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।
শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান। কার্যকরী সদস্যপদে চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত জায়েদ খান ও চুন্নুর অনুপস্থিতিতেই হয়েছে শিল্পী সমিতির আপিল বোর্ডের পূর্ব নির্ধারিত বৈঠক।
শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক শুরুর আগে এফডিসি'তে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের জানানো হয়, নিপুণের সঙ্গে আলোচনা শেষ করে তাঁকে বিদায় করে দিয়ে, আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় জায়েদ খানের বিরুদ্ধে। এ ছাড়া বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।
আজ সন্ধ্যায় সিদ্ধান্ত জানানোর সময় আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।
শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৩ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১০ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে