রহস্যময় ছায়ামূর্তি আর লম্বা কালো হাত থেকে সাবধান
ইন্দোনেশিয়ার জাভার একটি বাড়ি ঘিরে আছে ভৌতিক সব ঘটনা ঘটার গুজব। বুকে ভর দিয়ে চলা রহস্যময় ছায়ামূর্তি, মাথা ছাড়া একটি কাঠামোর উপস্থিতি, হঠাৎ এগিয়ে আসা লম্বা কালো দুটি হাত, কুয়ার ভেতর থেকে ভেসে আসা আর্তচিৎকার এমন নানা কিছু দেখা ও শোনার দাবি করেন পর্যটক ও আশপাশের মানুষেরা।