অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। কয়েক দিনের মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশটির নাতুনা অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) ভিডিওতে দেখা গেছে, বনাঞ্চলের ভেতর ভূমিধস হয়েছে। এছাড়া কাদা–পানির স্রোতে সেনাসন দ্বীপে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাছপালা উপড়ে গেছে।
এখন পর্যন্ত ১৫জন নিহত ও ৫০ জন নিখোঁজের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন নাতুনা উদ্ধারকারী সংস্থার প্রধান আবদুল রহমান।
এক টুইটার পোস্টে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিধসের কারণে বোর্নিও দ্বীপ ও মালয়েশিয়া উপদ্বীপের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিএনপিবির মুখপাত্র জুনাইনাহ বলেছেন, ‘জোয়ারের কারণে ঢেউও বেশি হচ্ছে। বাতাস এখনো জোরে বইছে। তবে আবহাওয়া বদলে যাচ্ছে।’
সোমবার বিকেলে ৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নৌকায় সেখানে পৌঁছাতে সাত থেকে আট ঘণ্টা লাগতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার আরেক মুখপাত্র সুতোপো পুরুও নাগরোহো জানিয়েছেন, সুকাবুমি জেলার সিনারেসমি গ্রামে ভূমিধসের কারণে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। সেখানে আরও আহত মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। কয়েক দিনের মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশটির নাতুনা অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) ভিডিওতে দেখা গেছে, বনাঞ্চলের ভেতর ভূমিধস হয়েছে। এছাড়া কাদা–পানির স্রোতে সেনাসন দ্বীপে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাছপালা উপড়ে গেছে।
এখন পর্যন্ত ১৫জন নিহত ও ৫০ জন নিখোঁজের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন নাতুনা উদ্ধারকারী সংস্থার প্রধান আবদুল রহমান।
এক টুইটার পোস্টে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভূমিধসের কারণে বোর্নিও দ্বীপ ও মালয়েশিয়া উপদ্বীপের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিএনপিবির মুখপাত্র জুনাইনাহ বলেছেন, ‘জোয়ারের কারণে ঢেউও বেশি হচ্ছে। বাতাস এখনো জোরে বইছে। তবে আবহাওয়া বদলে যাচ্ছে।’
সোমবার বিকেলে ৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নৌকায় সেখানে পৌঁছাতে সাত থেকে আট ঘণ্টা লাগতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার আরেক মুখপাত্র সুতোপো পুরুও নাগরোহো জানিয়েছেন, সুকাবুমি জেলার সিনারেসমি গ্রামে ভূমিধসের কারণে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। সেখানে আরও আহত মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও। দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা দিয়েছেন—চীন যে কোনো বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়া
৩ মিনিট আগেকাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
২৭ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!
১ ঘণ্টা আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
৩ ঘণ্টা আগে