ভারী মেকআপ পছন্দ নয় তৃপ্তি দিমরির
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।