ছবি ও রিলস শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। বিভিন্ন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মটি। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে অবতার তৈরির সুযোগ দেবে ইনস্টাগ্রাম। চ্যাট থ্রেডে অবতারগুলো সরাসরি কথা বলতে পারবে ও বিভিন্ন পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারবে।
‘এআই স্টুডিও’ নামে নতুন ফিচারে সুবিধাটি পাওয়া যাবে। ক্রিয়েটররা যাতে নিজেই নিজেদের এআই অবতার তৈরি করতে পারেন ইনস্টাগ্রামে, তেমন ভাবেই এই ফিচার আনা হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে।
এআই চ্যাটবটগুলো প্রচুর সংখ্যক ফলোয়ারসহ ক্রিয়েটারদের জন্য উপযোগী হতে পারে। এর মাধ্যমে ফলোয়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের মেসেজের উত্তরও পাবেন।
মেটা বলছে, প্ল্যাটফর্মটির ওয়েবসাইট থেকে এআই স্টুডিও ও অ্যাপ থেকে নতুন ‘এআই চ্যাট’ শুরু করার মাধ্যমে এই অবতার তৈরি করতে পারবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা।
গত সোমবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ইনস্টাগ্রামের জন্য তৈরি নিজেদের কনটেন্ট অনুসারে এআই অবতার তৈরি করতে পারবেন ক্রিয়েটররা। সেই সঙ্গে কোন কোন বিষয় অবতারগুলো এড়িয়ে চলবে ও কোন লিংক শেয়ার করবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এআই অবতারের জন্য স্বয়ংক্রিয় বার্তাও তৈরি করা যাবে। ফলে কেউ মেসেজ দিলে এসব মেসেজ স্বয়ক্রিয়ভাবে দেখাতে পারবে এআই অবতারগুলো। কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে অবতারটি চ্যাট করতে পারবে ও মন্তব্যের জবাব দিতে পারবে তাও নির্ধারণ করতে পারবেন ক্রিয়েটররা।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মেটার অ্যাপগুলোতে এসব অবতার ব্যবহার করা যাবে। এআই স্টুডিও ফিচারের মাধ্যমে ক্যারেক্টার ডট এআই ও রেপ্লিকার মতো স্টার্টআপগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে মেটা। ওপেনএআইয়ের জিপিটি স্টোরের মতো মেটা ব্যবহারকারীদের এআই অবতার তৈরি করতে দেবে যেগুলো অন্যরা ব্যবহার করতে পারবে।
মেটা অবতার তৈরির সময় নাম ও ছবি দিতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে বিস্তারিত নির্দেশনাও দেওয়া যাবে। অবতারটি কীভাবে উত্তর দেবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবে ক্রিয়েটররা। এআই স্টুডিওকে মেটার সর্বশেষ সংস্করণ সমর্থন দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ছবি ও রিলস শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। বিভিন্ন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করে প্ল্যাটফর্মটি। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে অবতার তৈরির সুযোগ দেবে ইনস্টাগ্রাম। চ্যাট থ্রেডে অবতারগুলো সরাসরি কথা বলতে পারবে ও বিভিন্ন পোস্টের মন্তব্যের উত্তর দিতে পারবে।
‘এআই স্টুডিও’ নামে নতুন ফিচারে সুবিধাটি পাওয়া যাবে। ক্রিয়েটররা যাতে নিজেই নিজেদের এআই অবতার তৈরি করতে পারেন ইনস্টাগ্রামে, তেমন ভাবেই এই ফিচার আনা হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে।
এআই চ্যাটবটগুলো প্রচুর সংখ্যক ফলোয়ারসহ ক্রিয়েটারদের জন্য উপযোগী হতে পারে। এর মাধ্যমে ফলোয়াররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের মেসেজের উত্তরও পাবেন।
মেটা বলছে, প্ল্যাটফর্মটির ওয়েবসাইট থেকে এআই স্টুডিও ও অ্যাপ থেকে নতুন ‘এআই চ্যাট’ শুরু করার মাধ্যমে এই অবতার তৈরি করতে পারবেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা।
গত সোমবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ইনস্টাগ্রামের জন্য তৈরি নিজেদের কনটেন্ট অনুসারে এআই অবতার তৈরি করতে পারবেন ক্রিয়েটররা। সেই সঙ্গে কোন কোন বিষয় অবতারগুলো এড়িয়ে চলবে ও কোন লিংক শেয়ার করবে তাও নিয়ন্ত্রণ করা যাবে। এআই অবতারের জন্য স্বয়ংক্রিয় বার্তাও তৈরি করা যাবে। ফলে কেউ মেসেজ দিলে এসব মেসেজ স্বয়ক্রিয়ভাবে দেখাতে পারবে এআই অবতারগুলো। কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে অবতারটি চ্যাট করতে পারবে ও মন্তব্যের জবাব দিতে পারবে তাও নির্ধারণ করতে পারবেন ক্রিয়েটররা।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মেটার অ্যাপগুলোতে এসব অবতার ব্যবহার করা যাবে। এআই স্টুডিও ফিচারের মাধ্যমে ক্যারেক্টার ডট এআই ও রেপ্লিকার মতো স্টার্টআপগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে মেটা। ওপেনএআইয়ের জিপিটি স্টোরের মতো মেটা ব্যবহারকারীদের এআই অবতার তৈরি করতে দেবে যেগুলো অন্যরা ব্যবহার করতে পারবে।
মেটা অবতার তৈরির সময় নাম ও ছবি দিতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে বিস্তারিত নির্দেশনাও দেওয়া যাবে। অবতারটি কীভাবে উত্তর দেবে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবে ক্রিয়েটররা। এআই স্টুডিওকে মেটার সর্বশেষ সংস্করণ সমর্থন দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে