অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শামলি জেলায়। সেখানকার একটি হোটেলে নেশাদ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি মিরাটের বাসিন্দা। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাঁকে ওই ব্যাংকেই চাকরির প্রস্তাবও দেন। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।
অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট দিনে উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথামতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে উত্তর প্রদেশের শামলি জেলার থানা ভবন এলাকায় যাওয়ার কথা বলেন অভিযুক্ত যুবক।
ভুক্তভোগী আরও বলেন, থানাভ বনে গিয়ে দেখা করার পর তাঁকে কোমল পানীয় খেতে দেন ওই দুই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুই আসামিই পলাতক।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শামলি জেলায়। সেখানকার একটি হোটেলে নেশাদ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি মিরাটের বাসিন্দা। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাঁকে ওই ব্যাংকেই চাকরির প্রস্তাবও দেন। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।
অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট দিনে উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথামতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে উত্তর প্রদেশের শামলি জেলার থানা ভবন এলাকায় যাওয়ার কথা বলেন অভিযুক্ত যুবক।
ভুক্তভোগী আরও বলেন, থানাভ বনে গিয়ে দেখা করার পর তাঁকে কোমল পানীয় খেতে দেন ওই দুই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুই আসামিই পলাতক।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে