চমকে ভরা বালকির ‘চুপ’
এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।