Ajker Patrika

৬ ঘণ্টায় ক্ষতি ৭০০ কোটি ডলার, অবস্থান হারালেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৩: ৪৮
৬ ঘণ্টায় ক্ষতি ৭০০ কোটি ডলার, অবস্থান হারালেন জাকারবার্গ

সার্ভারে সমস্যার কারণে বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের মোট সম্পদের কমপক্ষে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও তিনি পিছিয়ে পড়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সোমবার শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৯ শতাংশ, যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিসাব করলে অন্তত ১৫ শতাংশ কম। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ গত সোমবার ৫ শতাংশ বা ৭০০ কোটি ডলার কমে ১২ হাজার ৯০ কোটি ডলারে পৌঁছেছে। ফলে ব্লুমবার্গের বিলিয়নিয়ারদের তালিকায় ৪ নম্বর থেকে ৫ নম্বরে নেমে এসেছেন তিনি। আর ৫ থেকে ৪ এ ওঠে এসেছেন বিল গেটস।

এ ছাড়া, ১৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত জাকারবার্গের সম্পদের পরিমাণ ১৫ শতাংশ বা ১ হাজার ৯০০ কোটি ডলার কমেছে। ১৩ সেপ্টেম্বর তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৪ হাজার কোটি ডলার।

সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও চাপে রয়েছে ফেসবুক। ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন সম্প্রতি কোম্পানিটির কিছু ভেতরের খবর ফাঁস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটি সমাজের স্বার্থের চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয়, ইনস্টাগ্রাম কিশোরীদের মানসিক স্বাস্থ্যর জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। মূলত এর পর থেকে জাকারবার্গের সম্পদ কমতে শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত