Ajker Patrika

ইনস্টাগ্রাম মাতাচ্ছেন ঐশ্বরিয়ার আরেক ডুপ্লিকেট

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭: ৪১
ইনস্টাগ্রাম মাতাচ্ছেন ঐশ্বরিয়ার আরেক ডুপ্লিকেট

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্য এটা অনেকটা বিব্রতকর কি–না কে জানে! সম্ভবত তিনিই কোনো বিউটি কুইন যার মতো দেখতে মানুষের সংখ্যা একটু বাড়াবাড়ি রকমের বেশিই। তার মতো দেখতে অনেকে এরই মধ্যে বলিউডি সিনেমায় অভিনয় করেছেন। বলাবাহুল্য তাঁরা আবার শোবিজে পা রেখেছেন ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খানের হাত ধরেই।

এবার আরেক ঐশ্বরিয়া লুকঅ্যালাইকের সন্ধান মিললো ইনস্টাগ্রামে। তিনি অশ্বিতা সিং। তাঁকেই এযাবৎকালের সবচে নিখুঁত ডুপ্লিকেট বলছেন নেটাগরিকেরা। 

সম্প্রতি অশ্বিতা সিং একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। সবাই বলছেন, এটা তো ঐশ্বরিয়ার দিত্ব। ঐশ্বরিয়াজির মতোই সুন্দর। তাঁর একটি পোস্টে একজন মন্তব্য করেছেন, কেন আপনি বলিউড বা টলিউডে একটা চেষ্টা করে দেখছেন না। ঐশ্বরিয়ার পরে আপনিই হতে পারেন সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। অথবা আপনারা দুজনে একটি সিনেমায় যমজ বোনের ভূমিকায় অভিনয় করতে পারেন। 

অশ্বিতাও অবশ্য ঐশ্বরিয়ার মতো হওয়াটাকে বেশ উপভোগ করেন। বেশির ভাগ ভিডিওতেই তাঁকে বিভিন্ন সিনেমায় ঐশ্বরিয়ার সংলাপ ও গানে ঠোঁট মেলাতে দেখা যায়।

গত জুলাইয়ে একটি ভিডিও ক্লিপে অশ্বিনকে দেখলে তাঁকে ঐশ্বরিয়া বলে ভুল না করাটাই অস্বাভাবিক। 

ঐশ্বরিয়া রাই, পাকিস্তানি চিকিৎসক আমেনা ইমরান, ইরানি মডেল মাহলাঘা জাবেরি, আম্মুজ আম্রুথা, মারাঠি অভিনেত্রী মানসি নায়েক, স্নেহা উল্লাল

এর আগে স্নেহা উল্লাল, মারাঠি অভিনেত্রী মানসি নায়েক এবং পাকিস্তানি চিকিৎসক আমেনা ইমরানকে ঐশ্বরিয়ার জেরক্স কপি হিসেবে বর্ণনা করেছে মানুষ। এ ছাড়া ইরানি মডেল মাহলাঘা জাবেরি, সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা আম্মুজ আম্রুথা ঠোঁট মিলিয়ে সাড়া ফেলেছিলেন। দিয়া মির্জাও নাকি ঐশ্বরিয়ার মতো বলে মনে করেন অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত