সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্য এটা অনেকটা বিব্রতকর কি–না কে জানে! সম্ভবত তিনিই কোনো বিউটি কুইন যার মতো দেখতে মানুষের সংখ্যা একটু বাড়াবাড়ি রকমের বেশিই। তার মতো দেখতে অনেকে এরই মধ্যে বলিউডি সিনেমায় অভিনয় করেছেন। বলাবাহুল্য তাঁরা আবার শোবিজে পা রেখেছেন ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খানের হাত ধরেই।
এবার আরেক ঐশ্বরিয়া লুকঅ্যালাইকের সন্ধান মিললো ইনস্টাগ্রামে। তিনি অশ্বিতা সিং। তাঁকেই এযাবৎকালের সবচে নিখুঁত ডুপ্লিকেট বলছেন নেটাগরিকেরা।
সম্প্রতি অশ্বিতা সিং একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। সবাই বলছেন, এটা তো ঐশ্বরিয়ার দিত্ব। ঐশ্বরিয়াজির মতোই সুন্দর। তাঁর একটি পোস্টে একজন মন্তব্য করেছেন, কেন আপনি বলিউড বা টলিউডে একটা চেষ্টা করে দেখছেন না। ঐশ্বরিয়ার পরে আপনিই হতে পারেন সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। অথবা আপনারা দুজনে একটি সিনেমায় যমজ বোনের ভূমিকায় অভিনয় করতে পারেন।
অশ্বিতাও অবশ্য ঐশ্বরিয়ার মতো হওয়াটাকে বেশ উপভোগ করেন। বেশির ভাগ ভিডিওতেই তাঁকে বিভিন্ন সিনেমায় ঐশ্বরিয়ার সংলাপ ও গানে ঠোঁট মেলাতে দেখা যায়।
গত জুলাইয়ে একটি ভিডিও ক্লিপে অশ্বিনকে দেখলে তাঁকে ঐশ্বরিয়া বলে ভুল না করাটাই অস্বাভাবিক।
এর আগে স্নেহা উল্লাল, মারাঠি অভিনেত্রী মানসি নায়েক এবং পাকিস্তানি চিকিৎসক আমেনা ইমরানকে ঐশ্বরিয়ার জেরক্স কপি হিসেবে বর্ণনা করেছে মানুষ। এ ছাড়া ইরানি মডেল মাহলাঘা জাবেরি, সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা আম্মুজ আম্রুথা ঠোঁট মিলিয়ে সাড়া ফেলেছিলেন। দিয়া মির্জাও নাকি ঐশ্বরিয়ার মতো বলে মনে করেন অনেকে।
সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্য এটা অনেকটা বিব্রতকর কি–না কে জানে! সম্ভবত তিনিই কোনো বিউটি কুইন যার মতো দেখতে মানুষের সংখ্যা একটু বাড়াবাড়ি রকমের বেশিই। তার মতো দেখতে অনেকে এরই মধ্যে বলিউডি সিনেমায় অভিনয় করেছেন। বলাবাহুল্য তাঁরা আবার শোবিজে পা রেখেছেন ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খানের হাত ধরেই।
এবার আরেক ঐশ্বরিয়া লুকঅ্যালাইকের সন্ধান মিললো ইনস্টাগ্রামে। তিনি অশ্বিতা সিং। তাঁকেই এযাবৎকালের সবচে নিখুঁত ডুপ্লিকেট বলছেন নেটাগরিকেরা।
সম্প্রতি অশ্বিতা সিং একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। সবাই বলছেন, এটা তো ঐশ্বরিয়ার দিত্ব। ঐশ্বরিয়াজির মতোই সুন্দর। তাঁর একটি পোস্টে একজন মন্তব্য করেছেন, কেন আপনি বলিউড বা টলিউডে একটা চেষ্টা করে দেখছেন না। ঐশ্বরিয়ার পরে আপনিই হতে পারেন সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। অথবা আপনারা দুজনে একটি সিনেমায় যমজ বোনের ভূমিকায় অভিনয় করতে পারেন।
অশ্বিতাও অবশ্য ঐশ্বরিয়ার মতো হওয়াটাকে বেশ উপভোগ করেন। বেশির ভাগ ভিডিওতেই তাঁকে বিভিন্ন সিনেমায় ঐশ্বরিয়ার সংলাপ ও গানে ঠোঁট মেলাতে দেখা যায়।
গত জুলাইয়ে একটি ভিডিও ক্লিপে অশ্বিনকে দেখলে তাঁকে ঐশ্বরিয়া বলে ভুল না করাটাই অস্বাভাবিক।
এর আগে স্নেহা উল্লাল, মারাঠি অভিনেত্রী মানসি নায়েক এবং পাকিস্তানি চিকিৎসক আমেনা ইমরানকে ঐশ্বরিয়ার জেরক্স কপি হিসেবে বর্ণনা করেছে মানুষ। এ ছাড়া ইরানি মডেল মাহলাঘা জাবেরি, সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা আম্মুজ আম্রুথা ঠোঁট মিলিয়ে সাড়া ফেলেছিলেন। দিয়া মির্জাও নাকি ঐশ্বরিয়ার মতো বলে মনে করেন অনেকে।
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
১৬ মিনিট আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
২ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৭ ঘণ্টা আগে