পটিয়ায় ১৭ ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮১০ জন
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপে পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে মোট ৮১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। এ সময় চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫০ জন মনোনয়নপত্র জমা দেন।