Ajker Patrika

কেরানীগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মিছিলে হামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৩৯
কেরানীগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মিছিলে হামলা

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হাজি মো. ওহেদুজ্জামানের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে ইকুরিয়া বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৭-৮ জন আহত হয়েছেন। এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন ওহেদুজ্জামানের ছোট ভাই সাইদুজ্জামান।

আহতদের মধ্যে রয়েছেন হাজি মো. হায়াতুজ্জামান, বিশাল, ডা. আবদুল্লাহ, হানিফুজ্জামান, মজিবর, রেজয়ান।

ইউপি সদস্য প্রার্থী মো. ওহেদুজ্জামান বলেন, ‘ভোট চেয়ে বাসায় আসার পথে আমার সমর্থকদের মিছিলে হামলা চালায় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেনের লোকজন। হামলায় নেতৃত্ব দেয় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাদ হোসেন শুকুরের ছেলে মো. শাওন (২৭)।’

ওহেদুজ্জামান বলেন, ‘শাওন ৪০ / ৫০ জন সন্ত্রাসীদের নিয়ে লাঠি, হকিস্টিক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইকুরিয়া বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকে। আমার সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তারা হামলা চালায়। এ সময় আমার ৭-৮ জন সমর্থক আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘প্রার্থীর ভাই সাইদুজ্জামান বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত