Ajker Patrika

চার ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ২৩ জন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ০২
চার ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ২৩ জন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোট ২৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ৩৬টি সাধারণ সদস্য পদে ১৭৮ ও সংরক্ষিত নারী সদস্য ১২টি পদে ৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ভোলাহাট ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন মনোনয়নপত্র জমা দেন। গোহালবাড়ি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য হিসেবে ২১ জন মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া দলদলী ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। জামবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১ জন ও স্বতন্ত্র ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর, ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত