রোনালদোর মতো কোকাকোলার বোতল সরাতে চাইলেন রয়
ইউরো চলার সময় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে পানির বোতল দেখিয়ে পর্তুগিজ তারকা সেদিন বলেছিলেন, ‘কোলা না খেয়ে পানি খান।’ আর তাতেই ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছিল কোলা সংস্থা।