
১১টা ৩৩ মিনিট, ১০ নভেম্বর
সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টানা দুই ছয়ে ম্যাচ হাতের মুঠোয় এনেছেন মিচেল। ১৯ তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয়ও নিশ্চিত করলেন তিনি। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। শেষ ৩ ওভারে ৫৭ রান তুলেছে নিশাম-মিচেলরা। দিল্লিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। সবশেষ লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আক্ষেপে পুড়েছিল কেন উইলিয়ামসনের দল। দুবাইয়ে এই দুই হারের বদলা নিল নিশাম-মিচেলরা। ইংলিশদের বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড।
১১টা ২৭ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিতে তুলে ফিরলেন নিশাম
৪১ বলে ফিফটি তুলে নিলেন মিচেল। রশিদের ওভারের শেষ বলে ক্যাচ দিলেন নিশাম। ১১ বলে ২৭ করা নিশাম অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে মরগানের হাতে ক্যাচ দিলেন এই কিউই অলরাউন্ডার। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ২০ রান।
১১টা ২১ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিয়ে তুলেছেন নিশাম
জর্ডানের ১৭ তম ওভারে ম্যাচ জমিয়ে তুললেন নিশাম। শেষ ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৪ রান। এই ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড।
১১টা ৮ মিনিট, ১০ নভেম্বর
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে। ছয় মারতে গিয়ে ফিলিপস ধরা পড়লেন লং অফে ধরা পড়লেন বিলিংসের হাতে। বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। উইকেটে এসেছেন জিমি নিশাম। শেষ ৪ ওভারে নিউজিল্যান্ডের জিততে দরকার ৫৭।
১১টা, ১০ নভেম্বর
জুটি ভাঙলেন লিভিংস্টোন
লিভিংস্টোনকে উইকেট থেকে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন কনওয়ে (৪৬)। আউট হওয়ার আগে মিচেলকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েছেন কনওয়ে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। শেষ ৩৬ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৭০ রান।

১০টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
দলকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল
আবুধাবির উইকেটে গতির ঝড় তুলেছেন মার্ক উড। ১১ তম ওভারের চতুর্থ বলটি করেছেন ঘণ্টায় ১৫১ কিমি গতি বেগে। অফ স্টাম্পের বাইরের পরের বলে কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কনওয়ে। শেষ ৯ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৯৪ রান।
১০টা ৩৭ মিনিট, ১০ নভেম্বর
প্রয়োজনীয় রান রেট বাড়ছে কিউইদের
নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল। দুই ব্যাটারই উইকেটে থিতু হয়েছেন। এদিকে দারুণ বোলিং করছেন ইংলিশ বোলাররা। কিউইদের জিততে হলে রান তোলার গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় রান রেট বাড়ছে। ১০ ওভার শেষে কিউইদের রান ৫৮।
১০টা ২২ মিনিট, ১০ নভেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের
পাওয়ার শেষ ওভারে আদিল রশিদকে আনলেন মরগান। নিজের প্রথম ওভারে রশিদ দিলেন ১০ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৩৬। তৃতীয় উইকেটে কনওয়ে আর ড্যারিল মিচেল এগিয়ে নিচ্ছেন দলকে।
১০টা ৮ মিনিট, ১০ নভেম্বর
ওকসের দ্বিতীয় আঘাত
ওকসের দ্বিতীয় আঘাত। এবার ক্যাচ বানালেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে আদিল রশিদের হাতে ক্যাচ দিলেন। নিজের দ্বিতীয় ওভারে কিউইদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওকস। নিউজিল্যান্ড ১৩ /২; ওভার:৩।

৯টা ৫৬মিনিট, ১০ নভেম্বর
ওকস ফেরালেন গাপটিলকে
ইনিংসের তৃতীয় বলেই ফিরলেন মার্টিন গাপটিল। ক্রিস ওকসকে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন গাপটিল। দুই বল পর মিড অনে মঈনের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। প্রথম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮।

৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান
ইনিংসের শেষ ওভারে নিশামের বলে লং অফে স্যান্টনারের হাতে ক্যাচ দিলেন লিভিংস্টোন। আউট হওয়ার আগে মঈনের সঙ্গে ২৪ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিলেন মঈন। ওভারের শেষ বলে ক্যাচ ছাড়লেন ফিলিপস। দৌড়ে ২ রান নিলেন মরগান। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৬। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান।

৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
দুই ছয়ের ওভার
মিলনের ১৮তম ওভারে ১৬ রান তুললেন মঈন- লিভিংস্টোন। ওভারের প্রথম বলে ছয় হাঁকিয়েছেন মঈন আর শেষ বলে হাঁকালেন লিভিংস্টোন। শেষদিকে চালিয়ে খেলছে এই দুই ইংলিশ অলরাউন্ডার। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৪৬।
৯টা ১৮ মিনিট, ১০ নভেম্বর
ছক্কা মেরেই আউট মালান
আগের বলে ছক্কা মেরে পরের বলেই ফিরলেন মালান (৪১)। মঈন আলীর সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়ে সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মালান। এর আগেও ক্যাচ দিয়েছিলেন তিনি,তালুবন্দী করতে পারেননি কনওয়ে।উইকেটে এসেছেন নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১৯।

৯টা ৬ মিনিট, ১০ নভেম্বর
এগিয়ে নিচ্ছেন মঈন-মালান
তৃতীয় উইকেটে মঈন আলী আর মালান জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে। মালান ২২ বলে ৩০ আর মঈন ১৫ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৯৪। ২৯ বলে এই দুই জন যোগ করেছেন ৪১ রান।

৮টা ৫০ মিনিট, ১০ নভেম্বর
‘জীবন’ পেলেন মালান
ডেভিড মালানের ক্যাচ ছাড়লেন কনওয়ে। জিমি নিশামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মালান। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে লাগিয়েও তালুবন্দী করতে পারলেন না কনওয়ে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬৭।
৮টা ৪৫ মিনিট, ১০ নভেম্বর
সোধির শিকার বাটলার
এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমকে টপকে যাওয়ার পর আউট হলেন বাটলার। সোধির লেগ ব্রেকে এলবিডব্লুর ফাঁদে পড়লেন তিনি। গুড লেংথে পিচ করা বলটি রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ২৪ বলে ২৯ রান করে ফিরলেন বাটলার। 
৮টা ২৮ মিনিট, ১০ নভেম্বর
বেয়ারস্টোকে ফেরালেন মিলনে
পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাডাম মিলনে বোলিংয়ে এসেই ফেরালেন বেয়ারস্টোকে। মিলনের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে মিড অফে উইলিয়ামসনের হাতে ধরা পড়ল বেয়ারস্টো (১৩)। দলীয় ৩৭ রানে ভাঙল উদ্বোধনী জুটি। এই ওভারে মিলনে দিলেন ৩ রান। ৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০।

৮টা ২৪ মিনিট, ১০ নভেম্বর
ইংল্যান্ডের দারুণ শুরু
বোল্টকে প্রথম দুই বলে চার মেরে স্বাগত জানাল বাটলার। পরের বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে হলেও প্রথম বলটি ছিল ফুল লেংথের। দুটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন বাটলার। চতুর্থটি দিলেন শর্ট বল। উইকেটরক্ষক ডেভন কনওয়ের মাথার ওপর দিয়ে বল সীমানা পেরিয়ে গেল। ওয়াইড হওয়া বলটিতে ৫ রান পেল ইংল্যান্ড। এই ওভারে বোল্ট দিলেন ১৬ রান। ইংল্যান্ড ২৯ / ০, ওভার: ৪।
৮টা ১১ মিনিট, ১০ নভেম্বর
২ ওভারে বিনা উইকেটে ১২
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। পরের ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন ট্রেন্ট বোল্ট । চোটের কারণে রয় একাদশে না থাকায় বাটলারের সঙ্গে আজ ওপেনিংয়ে এসেছেন জনি বেয়ারস্টো। শেষ বলে ব্যাটের বেয়ারস্টোর ব্যাটের কানায় লাগে চার হয়ে গেল। প্রথম ওভারের শেষ বলে চার মেরেছিলেন বাটলার। ইংল্যান্ড ১২/০, ওভার: ২।
৭টা ৫৭ মিনিট, ১০ নভেম্বর
মোহনকে স্মরণ
জাতীয় সংগীতের আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও মাঠকর্মীরা পিচ কিউরেটর মোহন সিংয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করলেন। গত রোববার নিজ কক্ষে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এই ভারতীয় বংশোদ্ভূত কিউরেটরের।
৭টা ৫১ মিনিট, ১০ নভেম্বর
আগে ব্যাটিং করলে জেতে ইংল্যান্ড
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৮ বার আগে ব্যাটিং করে ৬বার জিতেছে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচের একটিতে হেরেছে অন্যটিতে পরিত্যক্ত হয়েছিল। আজও টস হেরে আগে ব্যাটিং করবে এউইন মরগানের দল।
৭টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল উইলিয়ামসনের দল। এর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। কিউইদের সামনে আজ তাই পুরোনো হিসেব মিলিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে বিশ্বমঞ্চে কিউইদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে।

১১টা ৩৩ মিনিট, ১০ নভেম্বর
সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টানা দুই ছয়ে ম্যাচ হাতের মুঠোয় এনেছেন মিচেল। ১৯ তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয়ও নিশ্চিত করলেন তিনি। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। শেষ ৩ ওভারে ৫৭ রান তুলেছে নিশাম-মিচেলরা। দিল্লিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। সবশেষ লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আক্ষেপে পুড়েছিল কেন উইলিয়ামসনের দল। দুবাইয়ে এই দুই হারের বদলা নিল নিশাম-মিচেলরা। ইংলিশদের বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড।
১১টা ২৭ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিতে তুলে ফিরলেন নিশাম
৪১ বলে ফিফটি তুলে নিলেন মিচেল। রশিদের ওভারের শেষ বলে ক্যাচ দিলেন নিশাম। ১১ বলে ২৭ করা নিশাম অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে মরগানের হাতে ক্যাচ দিলেন এই কিউই অলরাউন্ডার। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ২০ রান।
১১টা ২১ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিয়ে তুলেছেন নিশাম
জর্ডানের ১৭ তম ওভারে ম্যাচ জমিয়ে তুললেন নিশাম। শেষ ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৪ রান। এই ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড।
১১টা ৮ মিনিট, ১০ নভেম্বর
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে। ছয় মারতে গিয়ে ফিলিপস ধরা পড়লেন লং অফে ধরা পড়লেন বিলিংসের হাতে। বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। উইকেটে এসেছেন জিমি নিশাম। শেষ ৪ ওভারে নিউজিল্যান্ডের জিততে দরকার ৫৭।
১১টা, ১০ নভেম্বর
জুটি ভাঙলেন লিভিংস্টোন
লিভিংস্টোনকে উইকেট থেকে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন কনওয়ে (৪৬)। আউট হওয়ার আগে মিচেলকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েছেন কনওয়ে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। শেষ ৩৬ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৭০ রান।

১০টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
দলকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল
আবুধাবির উইকেটে গতির ঝড় তুলেছেন মার্ক উড। ১১ তম ওভারের চতুর্থ বলটি করেছেন ঘণ্টায় ১৫১ কিমি গতি বেগে। অফ স্টাম্পের বাইরের পরের বলে কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কনওয়ে। শেষ ৯ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৯৪ রান।
১০টা ৩৭ মিনিট, ১০ নভেম্বর
প্রয়োজনীয় রান রেট বাড়ছে কিউইদের
নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল। দুই ব্যাটারই উইকেটে থিতু হয়েছেন। এদিকে দারুণ বোলিং করছেন ইংলিশ বোলাররা। কিউইদের জিততে হলে রান তোলার গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় রান রেট বাড়ছে। ১০ ওভার শেষে কিউইদের রান ৫৮।
১০টা ২২ মিনিট, ১০ নভেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের
পাওয়ার শেষ ওভারে আদিল রশিদকে আনলেন মরগান। নিজের প্রথম ওভারে রশিদ দিলেন ১০ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৩৬। তৃতীয় উইকেটে কনওয়ে আর ড্যারিল মিচেল এগিয়ে নিচ্ছেন দলকে।
১০টা ৮ মিনিট, ১০ নভেম্বর
ওকসের দ্বিতীয় আঘাত
ওকসের দ্বিতীয় আঘাত। এবার ক্যাচ বানালেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে আদিল রশিদের হাতে ক্যাচ দিলেন। নিজের দ্বিতীয় ওভারে কিউইদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওকস। নিউজিল্যান্ড ১৩ /২; ওভার:৩।

৯টা ৫৬মিনিট, ১০ নভেম্বর
ওকস ফেরালেন গাপটিলকে
ইনিংসের তৃতীয় বলেই ফিরলেন মার্টিন গাপটিল। ক্রিস ওকসকে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন গাপটিল। দুই বল পর মিড অনে মঈনের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। প্রথম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮।

৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান
ইনিংসের শেষ ওভারে নিশামের বলে লং অফে স্যান্টনারের হাতে ক্যাচ দিলেন লিভিংস্টোন। আউট হওয়ার আগে মঈনের সঙ্গে ২৪ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিলেন মঈন। ওভারের শেষ বলে ক্যাচ ছাড়লেন ফিলিপস। দৌড়ে ২ রান নিলেন মরগান। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৬। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান।

৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
দুই ছয়ের ওভার
মিলনের ১৮তম ওভারে ১৬ রান তুললেন মঈন- লিভিংস্টোন। ওভারের প্রথম বলে ছয় হাঁকিয়েছেন মঈন আর শেষ বলে হাঁকালেন লিভিংস্টোন। শেষদিকে চালিয়ে খেলছে এই দুই ইংলিশ অলরাউন্ডার। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৪৬।
৯টা ১৮ মিনিট, ১০ নভেম্বর
ছক্কা মেরেই আউট মালান
আগের বলে ছক্কা মেরে পরের বলেই ফিরলেন মালান (৪১)। মঈন আলীর সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়ে সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মালান। এর আগেও ক্যাচ দিয়েছিলেন তিনি,তালুবন্দী করতে পারেননি কনওয়ে।উইকেটে এসেছেন নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১৯।

৯টা ৬ মিনিট, ১০ নভেম্বর
এগিয়ে নিচ্ছেন মঈন-মালান
তৃতীয় উইকেটে মঈন আলী আর মালান জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে। মালান ২২ বলে ৩০ আর মঈন ১৫ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৯৪। ২৯ বলে এই দুই জন যোগ করেছেন ৪১ রান।

৮টা ৫০ মিনিট, ১০ নভেম্বর
‘জীবন’ পেলেন মালান
ডেভিড মালানের ক্যাচ ছাড়লেন কনওয়ে। জিমি নিশামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মালান। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে লাগিয়েও তালুবন্দী করতে পারলেন না কনওয়ে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬৭।
৮টা ৪৫ মিনিট, ১০ নভেম্বর
সোধির শিকার বাটলার
এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমকে টপকে যাওয়ার পর আউট হলেন বাটলার। সোধির লেগ ব্রেকে এলবিডব্লুর ফাঁদে পড়লেন তিনি। গুড লেংথে পিচ করা বলটি রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ২৪ বলে ২৯ রান করে ফিরলেন বাটলার। 
৮টা ২৮ মিনিট, ১০ নভেম্বর
বেয়ারস্টোকে ফেরালেন মিলনে
পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাডাম মিলনে বোলিংয়ে এসেই ফেরালেন বেয়ারস্টোকে। মিলনের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে মিড অফে উইলিয়ামসনের হাতে ধরা পড়ল বেয়ারস্টো (১৩)। দলীয় ৩৭ রানে ভাঙল উদ্বোধনী জুটি। এই ওভারে মিলনে দিলেন ৩ রান। ৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০।

৮টা ২৪ মিনিট, ১০ নভেম্বর
ইংল্যান্ডের দারুণ শুরু
বোল্টকে প্রথম দুই বলে চার মেরে স্বাগত জানাল বাটলার। পরের বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে হলেও প্রথম বলটি ছিল ফুল লেংথের। দুটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন বাটলার। চতুর্থটি দিলেন শর্ট বল। উইকেটরক্ষক ডেভন কনওয়ের মাথার ওপর দিয়ে বল সীমানা পেরিয়ে গেল। ওয়াইড হওয়া বলটিতে ৫ রান পেল ইংল্যান্ড। এই ওভারে বোল্ট দিলেন ১৬ রান। ইংল্যান্ড ২৯ / ০, ওভার: ৪।
৮টা ১১ মিনিট, ১০ নভেম্বর
২ ওভারে বিনা উইকেটে ১২
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। পরের ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন ট্রেন্ট বোল্ট । চোটের কারণে রয় একাদশে না থাকায় বাটলারের সঙ্গে আজ ওপেনিংয়ে এসেছেন জনি বেয়ারস্টো। শেষ বলে ব্যাটের বেয়ারস্টোর ব্যাটের কানায় লাগে চার হয়ে গেল। প্রথম ওভারের শেষ বলে চার মেরেছিলেন বাটলার। ইংল্যান্ড ১২/০, ওভার: ২।
৭টা ৫৭ মিনিট, ১০ নভেম্বর
মোহনকে স্মরণ
জাতীয় সংগীতের আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও মাঠকর্মীরা পিচ কিউরেটর মোহন সিংয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করলেন। গত রোববার নিজ কক্ষে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এই ভারতীয় বংশোদ্ভূত কিউরেটরের।
৭টা ৫১ মিনিট, ১০ নভেম্বর
আগে ব্যাটিং করলে জেতে ইংল্যান্ড
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৮ বার আগে ব্যাটিং করে ৬বার জিতেছে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচের একটিতে হেরেছে অন্যটিতে পরিত্যক্ত হয়েছিল। আজও টস হেরে আগে ব্যাটিং করবে এউইন মরগানের দল।
৭টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল উইলিয়ামসনের দল। এর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। কিউইদের সামনে আজ তাই পুরোনো হিসেব মিলিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে বিশ্বমঞ্চে কিউইদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের মতো। এই কম সময়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা, সূচি ঘোষণা করাসহ কত কাজ বাকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে একটি কাজ এগিয়ে রেখেছে।
১৯ মিনিট আগে
বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
১১ ঘণ্টা আগে
প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল। টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
১২ ঘণ্টা আগে
হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।
১৩ ঘণ্টা আগেক্রীড়া ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের মতো। এই কম সময়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা, সূচি ঘোষণা করাসহ কত কাজ বাকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে একটি কাজ এগিয়ে রেখেছে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই দেশের আট ভেন্যুতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট। ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আট ভেন্যুর মধ্যে থাকছে ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিন ভেন্যুতে হবে বিশ্বকাপ। আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই—ভারতের এই পাঁচ ভেন্যুতে হচ্ছে বিশ্বকাপ। আর শ্রীলঙ্কার কলম্বো, ক্যান্ডিসহ আরেক ভেন্যুতে মাঠে গড়াবে আইসিসির এই টুর্নামেন্ট।
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৮ মার্চ হচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনাল। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আগামী সপ্তাহেই আইসিসি প্রকাশ করবে পূর্ণাঙ্গ সূচি। গ্রুপ করে সূচি কীভাবে প্রকাশ করা হবে, সেটার জন্য আইসিসি অংশগ্রহণকারী দেশগুলোর দিকে তাকিয়ে আছে। আর ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি ভারত ও পাকিস্তানের ব্যাপারে যে নিরপেক্ষ ভেন্যুর সমঝোতায় পৌঁছেছে, সেটা কার্যকর হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে লঙ্কায় হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এ বছরে আইসিসির দুই টুর্নামেন্টেই কার্যকর হয়েছে ভারত-পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুর নীতি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলেছেন দুবাইয়ে। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচটিও হয়েছে দুবাইয়ে। আর কদিন আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত হওয়ার পরও তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে বৃষ্টির বাগড়ায় কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানের সাত ম্যাচের মধ্যে তিনটিই বৃষ্টিতে ভেসে গিয়েছে।
সূচি প্রকাশ না হলেও ২০২৪ সালের মতোই থাকছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সংস্করণ। ২০ দল নিয়ে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাঁচটি করে দল থাকবে প্রত্যেক গ্রুপে। সেক্ষেত্রে গ্রুপ হবে চারটি। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে। দুই গ্রুপ থাকবে সুপার এইটে। এখানে প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। সেখান থেকে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
আয়োজক ভারত-শ্রীলঙ্কার পাশাপাশি আপনাআপনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। বাছাইপর্ব থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে জিম্বাবুয়ে, নেপাল, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের মতো। এই কম সময়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা, সূচি ঘোষণা করাসহ কত কাজ বাকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে একটি কাজ এগিয়ে রেখেছে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই দেশের আট ভেন্যুতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট। ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, আট ভেন্যুর মধ্যে থাকছে ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিন ভেন্যুতে হবে বিশ্বকাপ। আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই—ভারতের এই পাঁচ ভেন্যুতে হচ্ছে বিশ্বকাপ। আর শ্রীলঙ্কার কলম্বো, ক্যান্ডিসহ আরেক ভেন্যুতে মাঠে গড়াবে আইসিসির এই টুর্নামেন্ট।
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৮ মার্চ হচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনাল। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আগামী সপ্তাহেই আইসিসি প্রকাশ করবে পূর্ণাঙ্গ সূচি। গ্রুপ করে সূচি কীভাবে প্রকাশ করা হবে, সেটার জন্য আইসিসি অংশগ্রহণকারী দেশগুলোর দিকে তাকিয়ে আছে। আর ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি ভারত ও পাকিস্তানের ব্যাপারে যে নিরপেক্ষ ভেন্যুর সমঝোতায় পৌঁছেছে, সেটা কার্যকর হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে লঙ্কায় হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এ বছরে আইসিসির দুই টুর্নামেন্টেই কার্যকর হয়েছে ভারত-পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুর নীতি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলেছেন দুবাইয়ে। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচটিও হয়েছে দুবাইয়ে। আর কদিন আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত হওয়ার পরও তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে বৃষ্টির বাগড়ায় কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানের সাত ম্যাচের মধ্যে তিনটিই বৃষ্টিতে ভেসে গিয়েছে।
সূচি প্রকাশ না হলেও ২০২৪ সালের মতোই থাকছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সংস্করণ। ২০ দল নিয়ে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাঁচটি করে দল থাকবে প্রত্যেক গ্রুপে। সেক্ষেত্রে গ্রুপ হবে চারটি। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে। দুই গ্রুপ থাকবে সুপার এইটে। এখানে প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। সেখান থেকে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
আয়োজক ভারত-শ্রীলঙ্কার পাশাপাশি আপনাআপনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। বাছাইপর্ব থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে জিম্বাবুয়ে, নেপাল, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস।
১০ নভেম্বর ২০২১
বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
১১ ঘণ্টা আগে
প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল। টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
১২ ঘণ্টা আগে
হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।
১৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
আগামী ৮-১৪ নভেম্বর ঢাকায় হবে ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় খেলতে এসেছেন রাশা। ফিলিস্তিনের এই আর্চার লড়বেন রিকার্ভ নারী এককে। কম্পাউন্ডে আছেন তাঁর আরও তিন স্বদেশি।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও প্রতিবাদ জানিয়ে আসছে। তা অজানা নয় ফিলিস্তিনিদের কাছে। পল্টনের আউটার স্টেডিয়ামে আজ সকালে অনুশীলন শেষে রাশা বলেন, ‘বাংলাদেশের মানুষের সমর্থন অনুভব করি। আপনাদের সমর্থন আমাদের কাছে পৌঁছায়। ইনশা আল্লাহ, একদিন আমরা আপনাদের ফিলিস্তিনে স্বাগত জানাতে চাই। সেখানে দেখা হবে।’
গাজায় জন্ম হলেও রাশা পড়াশোনা করেছেন ওমানে। মাসকটের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তোর ডিগ্রি সেরেছেন। বর্তমানে আরব আমিরাতে একটি প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অফিস ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।
মাত্র বছর তিনেক আগে আর্চারিতে হাতে খড়ি রাশার। নিজের ক্যারিয়ার নিয়েও ভীষণ উচ্ছ্বসিত, ‘তিন বছর আগে থেকে আমি আর্চারি শুরু করেছি। এখানে আসার আগে আমি অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছি। কোরিয়া, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যেগুলো ছিল খুবই উঁচু পর্যায়ের আয়োজন। এখানকার প্রস্তুতি খুবই সুন্দর, সবকিছুই আন্তর্জাতিক মানের।’
রাশা আরও বলেন, ‘গাজা আমার শহর। একজন ফিলিস্তিনি হিসেবে বলছি সেখানকার বর্তমান পরিস্থিতি ভালো নয়, তারপরও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পতাকা উঁচিয়ে ধরি, তখন আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করি। এজন্য আমাদের সবাই সাধুবাদ জানায।’

বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
আগামী ৮-১৪ নভেম্বর ঢাকায় হবে ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় খেলতে এসেছেন রাশা। ফিলিস্তিনের এই আর্চার লড়বেন রিকার্ভ নারী এককে। কম্পাউন্ডে আছেন তাঁর আরও তিন স্বদেশি।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও প্রতিবাদ জানিয়ে আসছে। তা অজানা নয় ফিলিস্তিনিদের কাছে। পল্টনের আউটার স্টেডিয়ামে আজ সকালে অনুশীলন শেষে রাশা বলেন, ‘বাংলাদেশের মানুষের সমর্থন অনুভব করি। আপনাদের সমর্থন আমাদের কাছে পৌঁছায়। ইনশা আল্লাহ, একদিন আমরা আপনাদের ফিলিস্তিনে স্বাগত জানাতে চাই। সেখানে দেখা হবে।’
গাজায় জন্ম হলেও রাশা পড়াশোনা করেছেন ওমানে। মাসকটের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তোর ডিগ্রি সেরেছেন। বর্তমানে আরব আমিরাতে একটি প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অফিস ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।
মাত্র বছর তিনেক আগে আর্চারিতে হাতে খড়ি রাশার। নিজের ক্যারিয়ার নিয়েও ভীষণ উচ্ছ্বসিত, ‘তিন বছর আগে থেকে আমি আর্চারি শুরু করেছি। এখানে আসার আগে আমি অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছি। কোরিয়া, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যেগুলো ছিল খুবই উঁচু পর্যায়ের আয়োজন। এখানকার প্রস্তুতি খুবই সুন্দর, সবকিছুই আন্তর্জাতিক মানের।’
রাশা আরও বলেন, ‘গাজা আমার শহর। একজন ফিলিস্তিনি হিসেবে বলছি সেখানকার বর্তমান পরিস্থিতি ভালো নয়, তারপরও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পতাকা উঁচিয়ে ধরি, তখন আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করি। এজন্য আমাদের সবাই সাধুবাদ জানায।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস।
১০ নভেম্বর ২০২১
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের মতো। এই কম সময়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা, সূচি ঘোষণা করাসহ কত কাজ বাকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে একটি কাজ এগিয়ে রেখেছে।
১৯ মিনিট আগে
প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল। টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
১২ ঘণ্টা আগে
হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।
১৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল। টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে ৫, ৭ ও ১১ ডিসেম্বর। কাফু ঢাকায় থাকবেন ১০ ও ১১ ডিসেম্বর। খেলা হবে জাতীয় স্টেডিয়ামে।
কাফু ব্রাজিলের হয়ে খেলেছেন ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ২০০২ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেলেসাওদের তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেননি আর কোনো ফুটবলার।

প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল। টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে ৫, ৭ ও ১১ ডিসেম্বর। কাফু ঢাকায় থাকবেন ১০ ও ১১ ডিসেম্বর। খেলা হবে জাতীয় স্টেডিয়ামে।
কাফু ব্রাজিলের হয়ে খেলেছেন ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ২০০২ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেলেসাওদের তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেননি আর কোনো ফুটবলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস।
১০ নভেম্বর ২০২১
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের মতো। এই কম সময়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা, সূচি ঘোষণা করাসহ কত কাজ বাকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে একটি কাজ এগিয়ে রেখেছে।
১৯ মিনিট আগে
বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
১১ ঘণ্টা আগে
হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।
১৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।
আদৌ আসরটি হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। আগামী বছরের জানুয়ারিতে তিন শহরে এসএ গেমস আয়োজনের কথা ছিল পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির। ৩ মাস আগেও গেমস নিয়ে তাদের কোনো প্রস্তুতিই দেখা যায়নি। অথচ এই বছরের ফেব্রুয়ারিতে ঘটা করে তারা জানিয়েছিল আগামী জানুয়ারিতে আয়োজনের কথা।
বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনও এসএ গেমসের জন্য শুরু করে ক্যাম্প। তা বাতিল করতে হয় অনিশ্চয়তা কারণে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রি. জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব.) বলেন, ‘পাকিস্তান ৩০ নভেম্বরের মধ্যে নিশ্চিত করবে ২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস হবে না।’
৩০ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানকে জানাতেও হবে ২০২৭ সালের মধ্যে আয়োজন করতে পারবে কি না। এসএ গেমস সর্বশেষ হয়েছে ২০১৯ সালে নেপালে। এরপর থেকে ক্রমশই হিমাগারের দিকে ছুঁটছে গেমসটি।

হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।
আদৌ আসরটি হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। আগামী বছরের জানুয়ারিতে তিন শহরে এসএ গেমস আয়োজনের কথা ছিল পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির। ৩ মাস আগেও গেমস নিয়ে তাদের কোনো প্রস্তুতিই দেখা যায়নি। অথচ এই বছরের ফেব্রুয়ারিতে ঘটা করে তারা জানিয়েছিল আগামী জানুয়ারিতে আয়োজনের কথা।
বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনও এসএ গেমসের জন্য শুরু করে ক্যাম্প। তা বাতিল করতে হয় অনিশ্চয়তা কারণে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রি. জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব.) বলেন, ‘পাকিস্তান ৩০ নভেম্বরের মধ্যে নিশ্চিত করবে ২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস হবে না।’
৩০ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানকে জানাতেও হবে ২০২৭ সালের মধ্যে আয়োজন করতে পারবে কি না। এসএ গেমস সর্বশেষ হয়েছে ২০১৯ সালে নেপালে। এরপর থেকে ক্রমশই হিমাগারের দিকে ছুঁটছে গেমসটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস।
১০ নভেম্বর ২০২১
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি তিন মাসের মতো। এই কম সময়ের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা, সূচি ঘোষণা করাসহ কত কাজ বাকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে একটি কাজ এগিয়ে রেখেছে।
১৯ মিনিট আগে
বয়স ৪২। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো খুব একটা আদর্শ বয়স নয়। আবার এই বয়সই ঠুনকো হয়ে যায় রাশা ইয়াহিয়া আহমেদের কাছে। যাঁর চোখে বয়স কোনো সীমা নয়, বরং পথচলার দূরত্ব। সেই চোখ দিয়ে নিশানা ঠিক করে তিনি মেতে ওঠেন তীর-ধনুকের খেলায়।
১১ ঘণ্টা আগে
প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ডিসেম্বরে ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এএফবি লাতিন-বাংলা সুপার কাপের ব্যানারে টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল। টুর্নামেন্টটি আয়োজন করবে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
১২ ঘণ্টা আগে