কোপা আমেরিকা, ইউরো, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ যা থাকছে ২০২৪ সালে
২০২৩-এর বিদায় শেষে এল নতুন বছর ২০২৪। ২০২৪ সালেও ক্রীড়াঙ্গনে রয়েছে বেশ কিছু বড় টুর্নামেন্ট। ইউরো, কোপা আমেরিকা, টি-টোয়েন্টি বিশ্বকাপ-এই তিনটি বড় টুর্নামেন্ট জুনে একই সঙ্গে চলবে। অলিম্পিকও হবে এ বছর। দেখে নিন ২০২৪ সালের ক্রীড়াসূচি: