‘ফেইক অ্যাকাউন্ট’ জালিয়াতিতে ভক্ত-সমর্থকদের কঠিন শাস্তি লিভারপুলের
ইউরোপীয় ফুটবলে কী রকম উন্মাদনা থাকে, সেটা তো কারও জানতে বাকি নেই। টেলিভিশন, অনলাইনে যেমন খেলা দেখেন কোটি কোটি ফুটবলপ্রেমী, স্টেডিয়ামের গ্যালারিগুলোও থাকে দর্শক ঠাসা। দর্শকদের এসব উন্মাদনাকে পুঁজি করে অনেকে টিকিট জালিয়াতির মতো ঘটনা ঘটায়। এবার এমন ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে লিভারপুল।