ইভেস বিসুমা শাস্তি পেতে যাচ্ছেন, এমন আশঙ্কা তৈরি হয় আগেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। লাফিং গ্যাসের ভিডিও ছেড়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন টটেনহামের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বিসুমা খেলতে পারবেন না ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে টটেনহামের প্রথম ম্যাচ। টটেনহাম কোচ অ্যাঙ্গি পোস্তেসোগলু গতকাল এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেছেন। পোস্তেসোগলু বলেন, ‘সে সোমবারের ম্যাচে থাকছে না। সোমবারের ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছি।
লাফিং গ্যাসের ভিডিও ছাড়ায় শাস্তিটা বিসুমার পাওনা ছিল বলে মনে করেন পোস্তেসোগলু। টটেনহাম কোচ বলেন, ‘তার অবশ্যই দায়িত্ব রয়েছে। ক্লাব, সতীর্থ, সমর্থক ও ক্লাবের সঙ্গে জড়িত সবার প্রতি তার দায়িত্ব রয়েছে। এখানে সে তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। শাস্তি তার পাওনা ছিল।’
কিং পাওয়ার স্টেডিয়ামে সোমবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে নামবে টটেনহাম। এক ম্যাচের নিষেধাজ্ঞা বিসুমাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা পোস্তেসোগলুর। টটেনহাম কোচ বলেন, ‘এছাড়া বিস, আমি ও দলের মধ্যে বিশ্বাসের কিছু ব্যাপার রয়েছে। এই ব্যাপারে এখন থেকে কাজ করতে হবে বিশ্বাস ফিরে পেতে। এক ম্যাচের জন্য করার কিছু নেই। সে হয়তো এক ম্যাচ নিষিদ্ধ তবে ব্যাপারটা তাকে বুঝতে হবে। দরজা খোলা আছে এবং আশা করি সে চলার পথে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’
সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহের শনিবার একটি ভিডিও পোস্ট করেন বিসুমা। সেই ভিডিওতে দেখা যায়, বেলুনের মাধ্যমে লাফিং গ্যাস টানছেন টটেনহামের ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে মজা করে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা নিষিদ্ধ। এমনটা কেউ করলে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। নাইট্রাস অক্সাইডেরই আরেক নাম লাফিং গ্যাস। বিসুমা পরবর্তীতে তাঁর
২০২২ সালে ব্রাইটন থেকে টটেনহামে আসেন বিসুমা। টটেনহামের জার্সিতে এ পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে টটেনহামের প্রথম একাদশের হয়ে মাঠে নামতে পেরেছেন ২৬ ম্যাচে।
ইভেস বিসুমা শাস্তি পেতে যাচ্ছেন, এমন আশঙ্কা তৈরি হয় আগেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। লাফিং গ্যাসের ভিডিও ছেড়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন টটেনহামের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বিসুমা খেলতে পারবেন না ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে টটেনহামের প্রথম ম্যাচ। টটেনহাম কোচ অ্যাঙ্গি পোস্তেসোগলু গতকাল এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেছেন। পোস্তেসোগলু বলেন, ‘সে সোমবারের ম্যাচে থাকছে না। সোমবারের ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছি।
লাফিং গ্যাসের ভিডিও ছাড়ায় শাস্তিটা বিসুমার পাওনা ছিল বলে মনে করেন পোস্তেসোগলু। টটেনহাম কোচ বলেন, ‘তার অবশ্যই দায়িত্ব রয়েছে। ক্লাব, সতীর্থ, সমর্থক ও ক্লাবের সঙ্গে জড়িত সবার প্রতি তার দায়িত্ব রয়েছে। এখানে সে তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। শাস্তি তার পাওনা ছিল।’
কিং পাওয়ার স্টেডিয়ামে সোমবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে নামবে টটেনহাম। এক ম্যাচের নিষেধাজ্ঞা বিসুমাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা পোস্তেসোগলুর। টটেনহাম কোচ বলেন, ‘এছাড়া বিস, আমি ও দলের মধ্যে বিশ্বাসের কিছু ব্যাপার রয়েছে। এই ব্যাপারে এখন থেকে কাজ করতে হবে বিশ্বাস ফিরে পেতে। এক ম্যাচের জন্য করার কিছু নেই। সে হয়তো এক ম্যাচ নিষিদ্ধ তবে ব্যাপারটা তাকে বুঝতে হবে। দরজা খোলা আছে এবং আশা করি সে চলার পথে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’
সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহের শনিবার একটি ভিডিও পোস্ট করেন বিসুমা। সেই ভিডিওতে দেখা যায়, বেলুনের মাধ্যমে লাফিং গ্যাস টানছেন টটেনহামের ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে মজা করে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা নিষিদ্ধ। এমনটা কেউ করলে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। নাইট্রাস অক্সাইডেরই আরেক নাম লাফিং গ্যাস। বিসুমা পরবর্তীতে তাঁর
২০২২ সালে ব্রাইটন থেকে টটেনহামে আসেন বিসুমা। টটেনহামের জার্সিতে এ পর্যন্ত ৫৬ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে টটেনহামের প্রথম একাদশের হয়ে মাঠে নামতে পেরেছেন ২৬ ম্যাচে।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৫ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৭ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৮ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৮ ঘণ্টা আগে