ইংল্যান্ডের ফুটবল টুর্নামেন্টে গোলের বন্যা নতুন কিছু নয়। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে কারাবাও কাপ—সব জায়গায় দেখা যায় শুধুই গোল আর গোল। কারাবাও কাপের এবারের মৌসুমের তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল আর্সেনাল ও লিভারপুল।
আর্সেনাল, লিভারপুল দল দুটি গত রাতে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে। দল দুটির মধ্যে দারুণ মিলও দেখা গেছে। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে দুটি দলই খেলেছে ঘরের মাঠে। লিভারপুল-আর্সেনাল দল দুটিই তাঁদের প্রতিপক্ষকে ‘ফাইভ স্টার’ উপহার দিয়েছে। মানে গানার্স ও অলরেডরা পেয়েছে ৫-১ গোলের জয়।
অ্যানফিল্ডে গত রাতে অবশ্য লিভারপুল শুরুতে পিছিয়ে পড়েছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ২১ মিনিটে আত্মঘাতী গোল করেন লিভারপুল ডিফেন্ডার জ্যারেল অ্যামেরিন কোয়ানসা। সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অলরেডদের। ২৫ মিনিটে লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা করেন সমতাসূচক গোল। তাঁকে অ্যাসিস্ট করেন ফেদেরিকো চিয়েসা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় লিভারপুল। ৪৯ মিনিটে জোতার পা থেকে আসে অলরেডদের দ্বিতীয় গোল।
লিভারপুলের তৃতীয় গোল ৭৪ মিনিটে করেন মোহামেদ সালাহ। অলরেডরা ব্যবধান বাড়াতে না বাড়াতেই ১০ জনে পরিণত হয় ওয়েস্ট হাম। ৭৬ মিনিটে দলটির মিডফিল্ডার এডসন আলভারেজ দেখেন লাল কার্ড। তিনি লাল কার্ড দেখেছেন মূলত জোড়া হলুদ কার্ডের কারণে। ম্যাচের একেবারে শেষ ভাগে এসে জোড়া গোল করেন কোডি গাকপো। ডাচ এই মিডফিল্ডার গোল দুটি করেন ৯০ মিনিট ও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। বোল্টনের বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ে গোলদাতা ৪ ফুটবলার। এমিরেটস স্টেডিয়ামে ৩৭ ও ৪৯ মিনিটে দুই গোল করেন ইথুয়ান নোয়ানেরি। একটি করে গোল করেন ডেকলান রাইস, রাহিম স্টার্লিং ও কাই হ্যাভার্টজ। বোল্টনের একমাত্র গোলটি করেন অ্যারন কোলিন্স।
ইয়ুর্গেন ক্লপের হাত ধরেই গত মৌসুমে রেকর্ড দশম কারাবাও কাপ জিতেছিল লিভারপুল। অলরেডদের এবারের কোচ আর্নি স্লট। কারাবাও কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার চতুর্থ রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে খেলবে। শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুল ফরোয়ার্ড জোতা। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন। তবে আমরা এটা আবারও করতে চাই (শিরোপাজয়)। কারণ আমরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এগিয়ে যেতে চাই।’
ইংল্যান্ডের ফুটবল টুর্নামেন্টে গোলের বন্যা নতুন কিছু নয়। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে কারাবাও কাপ—সব জায়গায় দেখা যায় শুধুই গোল আর গোল। কারাবাও কাপের এবারের মৌসুমের তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল আর্সেনাল ও লিভারপুল।
আর্সেনাল, লিভারপুল দল দুটি গত রাতে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে। দল দুটির মধ্যে দারুণ মিলও দেখা গেছে। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে দুটি দলই খেলেছে ঘরের মাঠে। লিভারপুল-আর্সেনাল দল দুটিই তাঁদের প্রতিপক্ষকে ‘ফাইভ স্টার’ উপহার দিয়েছে। মানে গানার্স ও অলরেডরা পেয়েছে ৫-১ গোলের জয়।
অ্যানফিল্ডে গত রাতে অবশ্য লিভারপুল শুরুতে পিছিয়ে পড়েছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ২১ মিনিটে আত্মঘাতী গোল করেন লিভারপুল ডিফেন্ডার জ্যারেল অ্যামেরিন কোয়ানসা। সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অলরেডদের। ২৫ মিনিটে লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা করেন সমতাসূচক গোল। তাঁকে অ্যাসিস্ট করেন ফেদেরিকো চিয়েসা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় লিভারপুল। ৪৯ মিনিটে জোতার পা থেকে আসে অলরেডদের দ্বিতীয় গোল।
লিভারপুলের তৃতীয় গোল ৭৪ মিনিটে করেন মোহামেদ সালাহ। অলরেডরা ব্যবধান বাড়াতে না বাড়াতেই ১০ জনে পরিণত হয় ওয়েস্ট হাম। ৭৬ মিনিটে দলটির মিডফিল্ডার এডসন আলভারেজ দেখেন লাল কার্ড। তিনি লাল কার্ড দেখেছেন মূলত জোড়া হলুদ কার্ডের কারণে। ম্যাচের একেবারে শেষ ভাগে এসে জোড়া গোল করেন কোডি গাকপো। ডাচ এই মিডফিল্ডার গোল দুটি করেন ৯০ মিনিট ও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। বোল্টনের বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ে গোলদাতা ৪ ফুটবলার। এমিরেটস স্টেডিয়ামে ৩৭ ও ৪৯ মিনিটে দুই গোল করেন ইথুয়ান নোয়ানেরি। একটি করে গোল করেন ডেকলান রাইস, রাহিম স্টার্লিং ও কাই হ্যাভার্টজ। বোল্টনের একমাত্র গোলটি করেন অ্যারন কোলিন্স।
ইয়ুর্গেন ক্লপের হাত ধরেই গত মৌসুমে রেকর্ড দশম কারাবাও কাপ জিতেছিল লিভারপুল। অলরেডদের এবারের কোচ আর্নি স্লট। কারাবাও কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার চতুর্থ রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে খেলবে। শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুল ফরোয়ার্ড জোতা। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন। তবে আমরা এটা আবারও করতে চাই (শিরোপাজয়)। কারণ আমরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এগিয়ে যেতে চাই।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে