ইবাদতকে ‘সিলেটের রকেট’ বললেন ডোনাল্ড
বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগ আজ যেখানে দাঁড়িয়ে, তার বড় অবদান অ্যালান ডোনাল্ডের। গত ১ বছরে তাসকিন আহমেদ-ইবাদত হোসেনদের সাফল্যের বড় কৃতিত্বও তাঁর। এ নিয়ে প্রায়ই প্রশংসা বন্যা ভাসছেন ডোনাল্ড। তাঁকে নিয়ে এই প্রশংসার কথা জানিয়ে অনুভূতি জানতে চাওয়া হয়। ডোনাল্ডের চোখে, সিলেটের রকেট হচ্ছেন ইবাদত।