Ajker Patrika

আজও পারলেন না হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজও পারলেন না হৃদয়

অভিষেক ওয়ানডেতে ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি তাওহীদ হৃদয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের জন্য পেলেন না ফিফটি! আজ ফিফটি করলেই, বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ফিফটির ইনিংস হতো হৃদয়ের।

৩৪ বলে ৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে আউট হয়েছেন হৃদয়। ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা। প্রথম ওয়ানডেতে ৮৫ বলে খেলেছিলেন ৯২ রানের দারুণ এক ইনিংস। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেকে ফিফটি করেছিলেন তিনি।

অন্য দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সিলেটে আজ আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৩৩ বলে করেছেন ফিফটি।

ফিফটির সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এ জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। তামিম ইকবালের পর প্রথম ওয়ানডেতে ৭০০০ হাজার করেছিলেন সাকিব। আজ করেছেন মুশফিক।

তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তামিম আজ ১৫০০০ রান করেছেন। ৬৫ ইনিংসে লিটন দাসও করেছেন ওয়ানডেকে ২০০০ রান।

এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫.৩ ওভারে ৩১২ রান। মুশফিক ৭৩ ও তাওহীদ হৃদয় ৪৭ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত