নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগ আজ যেখানে দাঁড়িয়ে, তার বড় অবদান অ্যালান ডোনাল্ডের। গত ১ বছরে তাসকিন আহমেদ-ইবাদত হোসেনদের সাফল্যের বড় কৃতিত্বও তাঁর। এ নিয়ে প্রায়ই প্রশংসা বন্যা ভাসছেন ডোনাল্ড। তাঁকে নিয়ে এই প্রশংসার কথা জানিয়ে অনুভূতি জানতে চাওয়া হয়। ডোনাল্ডের চোখে, সিলেটের রকেট হচ্ছেন ইবাদত।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল শেষ ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছেন ডোনাল্ড। ইবাদতের ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড। ৭ ওয়ানডে খেলে ইবাদত নিয়েছেন ১৭ উইকেট, ৪ উইকেট নিয়েছেন দুইবার। বাংলাদেশের এই পেসার সম্পর্কে প্রোটিয়া কোচ বলেছেন, ‘চার-ছয় খেলেও সে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছে। কখনও কখনও সে ১৪৫-১৪৮ গতিতে বোলিং করছে, আপনি জানবেন এই গতি ম্যাচের কোনো না কোনো অংশে দলের কাজে আসবে। গত ম্যাচেও এটা দেখা গেছে। সে প্রশংসার যোগ্য, সে অ্যাথলেট, কাজ করার জন্য দারুণ একজন; সিলেটের রকেট।’
নিজের প্রশংসা নিতে এখানে আসেননি বলে জানিয়েছেন ডোনাল্ড। প্রোটিয়া কোচ বলেন, ‘কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি। ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে। এরপর তারা আগ্রহী না হতে পারে।’
বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগকে নিয়ে ডোনাল্ড তাঁর দুর্দান্ত ভাবনার কথা বলেছেন এভাবে, ‘আমি যেটা বলতে চাচ্ছি, এটা দেখা অসাধারণ। যেভাবে ছেলেরা...শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারা নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ; সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। এটা দেখা অসাধারণ যে নতুন এপ্রোচ ও ভাবনার সঙ্গে মানিয়ে নিয়েছি।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরম্যান্স মুদ্ধ করেছে ডোনাল্ডকে। তিনি বলেছেন, ‘এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স। এই জমাট মানসিকতার ব্যাপারে অনেকদিন ধরে বলছি। আমার মনে হয় এই দলের মানসিকতা যেভাবে মানিয়ে নিয়েছে, এটা দারুণ। এটা দেখা অসাধারণ যেভাবে আমরা প্রথম ম্যাচে বোলিং করেছি। সবার ইম্প্যাক্ট ছিল, প্রশ্ন তৈরি করতে পেরেছি, সুযোগও বানিয়েছে। খুবই আনন্দিত এসব দেখে। আমাদের বলতে হবে এখানকার কিউরিটের খুব ভালো উইকেট দিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে ক্যারি করেছে, গতিও ছিল। এজন্য ব্যাটাররাও রান পাচ্ছে।’
বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগ আজ যেখানে দাঁড়িয়ে, তার বড় অবদান অ্যালান ডোনাল্ডের। গত ১ বছরে তাসকিন আহমেদ-ইবাদত হোসেনদের সাফল্যের বড় কৃতিত্বও তাঁর। এ নিয়ে প্রায়ই প্রশংসা বন্যা ভাসছেন ডোনাল্ড। তাঁকে নিয়ে এই প্রশংসার কথা জানিয়ে অনুভূতি জানতে চাওয়া হয়। ডোনাল্ডের চোখে, সিলেটের রকেট হচ্ছেন ইবাদত।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল শেষ ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছেন ডোনাল্ড। ইবাদতের ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড। ৭ ওয়ানডে খেলে ইবাদত নিয়েছেন ১৭ উইকেট, ৪ উইকেট নিয়েছেন দুইবার। বাংলাদেশের এই পেসার সম্পর্কে প্রোটিয়া কোচ বলেছেন, ‘চার-ছয় খেলেও সে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছে। কখনও কখনও সে ১৪৫-১৪৮ গতিতে বোলিং করছে, আপনি জানবেন এই গতি ম্যাচের কোনো না কোনো অংশে দলের কাজে আসবে। গত ম্যাচেও এটা দেখা গেছে। সে প্রশংসার যোগ্য, সে অ্যাথলেট, কাজ করার জন্য দারুণ একজন; সিলেটের রকেট।’
নিজের প্রশংসা নিতে এখানে আসেননি বলে জানিয়েছেন ডোনাল্ড। প্রোটিয়া কোচ বলেন, ‘কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি। ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে। এরপর তারা আগ্রহী না হতে পারে।’
বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগকে নিয়ে ডোনাল্ড তাঁর দুর্দান্ত ভাবনার কথা বলেছেন এভাবে, ‘আমি যেটা বলতে চাচ্ছি, এটা দেখা অসাধারণ। যেভাবে ছেলেরা...শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারা নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ; সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। এটা দেখা অসাধারণ যে নতুন এপ্রোচ ও ভাবনার সঙ্গে মানিয়ে নিয়েছি।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরম্যান্স মুদ্ধ করেছে ডোনাল্ডকে। তিনি বলেছেন, ‘এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স। এই জমাট মানসিকতার ব্যাপারে অনেকদিন ধরে বলছি। আমার মনে হয় এই দলের মানসিকতা যেভাবে মানিয়ে নিয়েছে, এটা দারুণ। এটা দেখা অসাধারণ যেভাবে আমরা প্রথম ম্যাচে বোলিং করেছি। সবার ইম্প্যাক্ট ছিল, প্রশ্ন তৈরি করতে পেরেছি, সুযোগও বানিয়েছে। খুবই আনন্দিত এসব দেখে। আমাদের বলতে হবে এখানকার কিউরিটের খুব ভালো উইকেট দিয়েছে। এই উইকেটে পেস ও বাউন্স আছে, ধারাবাহিকভাবে ক্যারি করেছে, গতিও ছিল। এজন্য ব্যাটাররাও রান পাচ্ছে।’
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৩ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে