যুক্তরাষ্ট্রের নিন্দার পর গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা প্রসঙ্গে অবস্থান পাল্টাল ইসরায়েল
দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে গতকাল বুধবার গোলাবর্ষণ করেছে ইসরায়েল। বাস্তুচ্যুত ফিলিস্তিনের সেই আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় জাতিসংঘ। তবে যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা জানানোর পরই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, হামাস এই হামলা করতে পারে।