অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে