যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
২০ ঘণ্টা আগে