রহস্যঘেরা আলীর গুহা
প্রকৃতির এমন কিছু রহস্য থাকে, যা কখনো ভেদ করা যায় না। তেমনি রহস্যঘেরা ঐতিহাসিক ‘আলীর গুহা’। বিশাল একটি পাহাড় মাঝখানে দুই ভাগ হয়ে গেছে। সে পাহাড়ের তিনটি গুহা কীভাবে সৃষ্টি হলো, সেই রহস্যের জাল এখনো কেউ ভেদ করতে পারেনি। রহস্যময় এবং দৃষ্টিনন্দন স্থানটি বান্দরবানের আলীকদম উপজেলায় অবস্থিত। প্রকৃতির সুধা