Ajker Patrika

কারচুপির অভিযোগ ভোট পুনর্গণনার দাবি

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ১২
কারচুপির অভিযোগ ভোট পুনর্গণনার দাবি

বান্দরবানের আলীকদমে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছেন এক চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলার সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী আনোয়ার জিহাদ এই অভিযোগ এনে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন। গত বুধবার তিনি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

গত ২৮ নভেম্বর আলীকদমের চারটি ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশ নেন আনোয়ার জিহাদ। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি। উপজেলা যুবলীগের সভাপতি থাকা অবস্থায় দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

লিখিত আবেদনে আনোয়ার জিহাদ উল্লেখ করেন, ভোটের দিন বেশির ভাগ কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন। ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগ মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কারচুপি করা হয়। এতে প্রায় প্রতিটি কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট সরিয়ে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থীর ভোট গণনা করে ফলাফল পাল্টে দেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রে কেন্দ্রে দলীয় নেতা–কর্মীরা নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রভাবিত করে নৌকার প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, যে কোনো প্রার্থীই অভিযোগ করার সুযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী ফল অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন নৌকা প্রতীকে ৩ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার জিহাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২২ ভোট।

আবেদনে আনোয়ার জাহিদ উল্লেখ করেন, ইউপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ড দুটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। ওই ৮ নম্বর ওয়ার্ডে ৪৫৫ ভোটের মধ্যে ৪০০ ও ৯ নম্বর ওয়ার্ডে ২৪৭ ভোটারের মধ্যে ২৪৫টি ভোট গ্রহণ দেখান হয়েছে। ৮ নম্বর কেন্দ্রের নিয়োজিত সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নৌকা প্রার্থীর ঘনিষ্ঠজন বলে অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত